উচ্চমাধ্যমিকের ফল,প্রথম ১০ জনে রয়েছেল ১৩৭ জন।
প্রথম: শোভন মণ্ডল (৪৯৮)– বীরভূম এবং রাজর্ষি বর্মন (৪৯৮)– কোচবিহার জেনকিন্স স্কুল৷
দ্বিতীয়: সংযুক্তা বসু (৪৯৬) – বিধাননগর হাইস্কুল, তন্ময় মাইকাপ (৪৯৬)– বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ,পূর্ব মেদিনীপুর, স্বর্ণদীপ সাহা(৪৯৬) – কোচবিহার দিনহাটা হাইস্কুল, ঋতম নাথ (৪৯৬) – কৃষ্ণনগর মহঃ মাসুম আখতার৷
তৃতীয়: মৃন্ময় দেবনাথ (৪৯৪), সুপ্রিয় শীল (৪৯৪), বর্ণালী ঘোষ (৪৯৪), সুক্রিয় চক্রবর্তী (৪৯৪)
চতুর্থ: শ্রমণ জানা (৪৯২) – হুগলি, শ্রেয়শ্রী সরকার (৪৯২) – টাকি গভঃ স্পনসর্ড স্কুল (কলকাতা)
পঞ্চম: সূ্র্যতপ বসু (৪৯১) – নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সত্যম কর (৪৯১)- যাদবপুর বিদ্যাপীঠ৷
ষষ্ঠ: পল্লব ঘোষ (৪৯০) – পাঠভবন হাইস্কুল, কিরণ মণ্ডল (৪৯০) – বাগনান হাইস্কুল, মোজাম্মেল হক (৪৯০) – বাঁকুড়া জেলা স্কুল৷
সপ্তম: সুনয়ন সরকার (৪৮৯) – আরামবাগ হাইস্কুল, সাফিদা খাতুন (৪৮৯), সৈকত বেরা (৪৮৯) – বালিপুর মেলাতলা হাইস্কুল, হুগলি৷
অষ্টম: সৌম্যদীপ পায়রা (৪৮৮) – পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, গৌরব সিনহা (৪৮৮) – বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়৷
নবম ঈশিতা বন্দ্যোপাধ্যায়, শুভম পাল, ঋতপ্রিয় প্রধান, সোমা সাহা, কৌস্তভ চক্রবর্তী, প্রিয়া মুরলী, সূর্যতপা সাঁতরা, মৈনাক জানা, অস্মিতা চট্টোপাধ্যায়, প্রিতিলতা রাজবংশী, সৌম্যদ্বীপ খাঁ, সুমন মাহাত৷
দশম কমল শাহ, কোমল সিং, সাগর চন্দ, শ্রেয়া সরকার, ধ্রুব নন্দী, অর্পণ বন্দ্যোপাধ্যায়, দ্বীপপ্রকাশ বসু, সুনন্দ মণ্ডল, আরজু সুলতানা, ঋতজিৎ সেন, প্ররোব্রিতা মণ্ডল, অনুপম পাল, সুশোভন দাস, রৌম্যজিৎ সরকার, অগ্নিভ দাস, অনন্যা সিনহা, অয়নীল নন্দী৷



![[DIRECT LINK]WB HS RESULT 2024,WB HS RESULT 2024 CHECK ONLINE,WB HIGHER SECONDARY RESULT 2024! HS_Result_2022](https://www.wbedu.in/wp-content/uploads/2022/06/HS_Result_2022-218x150.jpg)
![[DOWNLOAD-PDF] WBCHSE EXAM DATE 2025,2025 HS Exam Routine PDF,2025 HS exam routine PDF West Bengal board wbchse_exam_date_2025](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wbchse_exam_date_2025-218x150.jpg)
![[PDF] Madrasah TET Exam date 2023 , WB Madrasah service commission exam date 2023,very big news Madrasah_TET_Exam_date_2023](https://www.wbedu.in/wp-content/uploads/2024/01/Madrasah_TET_Exam_date_2023-218x150.png)
