WBSSC 2nd SLST Exam Date 2025: স্কুল সার্ভিস ২য় এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি ও তারিখ!

WBSSC Recruitment 2025
WBSSC Recruitment 2025

WBSSC 2nd SLST Exam Date 2025: স্কুল সার্ভিস ২য় এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি ও তারিখ!

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) ২য় এসএলএসটি (AT) ২০২৫

কলকাতা, ১৮ জুলাই ২০২৫: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২০২৫ সালের ২য় স্টেট লেভেল সিলেকশন টেস্টের (SLST) একটা জরুরি নোটিশ দিয়েছে। এটা শিক্ষক হওয়ার একটা দারুণ সুযোগ। এই নিয়োগটা সরকারি সাহায্যপ্রাপ্ত আর মাধ্যমিক (ক্লাস IX-X) ও উচ্চ মাধ্যমিক (ক্লাস XI-XII) স্কুলের জন্য। এখানে সহকারী শিক্ষক পদে ৩৫,৭২৬টা খালি জায়গা আছে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এটা খুব দরকারি একটা খবর।

কেন এই নিয়োগ আর কতগুলো খালি পদ

WBSSC-র এই পরীক্ষার আসল উদ্দেশ্য হল, পশ্চিমবঙ্গের সরকারি আর সাহায্য পাওয়া স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা বাড়িয়ে শিক্ষা ভালো করা। মোট ৩৫,৭২৬টা পদের মধ্যে ২৩,২১২টা ক্লাস IX-X-এর জন্য আর ১২,৫১৪টা ক্লাস XI-XII-এর জন্য রাখা হয়েছে। এতগুলো পদ পূরণ করে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও ভালো করাই লক্ষ্য।

কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে

অনলাইনে আবেদন শুরু হয়েছিল ১৬ জুন ২০২৫ থেকে। প্রথমে ১৪ জুলাই পর্যন্ত লাস্ট ডেট ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আর যারা আবেদন করতে পারেননি, তাদের সুবিধার জন্য তারিখটা বাড়িয়ে ২১ জুলাই ২০২৫ (সন্ধ্যা ৫:৫৯) পর্যন্ত করা হয়েছে। যারা এখনও ফর্ম জমা দেননি, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। www.westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

পরীক্ষা কবে হতে পারে

সম্ভবত লিখিত পরীক্ষা হবে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর আর ১৪ সেপ্টেম্বর (রবিবার)। কমিশনের ১৪৬ (২৫০)/RSSC (E.R)/2nd SLST(AT)/2025 নম্বর মেমোতে এই দুটো ডেট বলা হয়েছে। পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি আর সাহায্যপ্রাপ্ত স্কুলে হবে। স্কুলগুলোকে সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য বলা হয়েছে।

নিয়োগের খবর আর নতুন নিয়ম

এই নিয়োগটা কমিশনের নতুন নিয়ম অনুযায়ী হবে। শুধু অনলাইনে www.westbengalssc.com এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করা যাবে। ফর্ম ফিলাপ করার সময় খুব সাবধান থাকতে হবে, কারণ একবার জমা দিলে আর কিছু পাল্টানো যাবে না।

কীভাবে প্রার্থী বাছাই করা হবে

WBSSC 2nd SLST Exam Date 2025
WBSSC 2nd SLST Exam Date 2025

প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে (MCQ প্রশ্ন থাকবে), তারপর ইন্টারভিউ, আর শেষে একটা ফাইনাল লিস্ট বের করা হবে। লিখিত পরীক্ষা দুই ধাপে হবে, যেখানে প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান আর পড়ানোর ক্ষমতা দেখা হবে।

বিশেষ Notice

অনলাইনে আবেদন, অ্যাডমিট কার্ড ডাউনলোড আর সব নতুন খবর কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com-এ পাওয়া যাবে। পরীক্ষার অন্তত ৭ দিন আগে অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে দেওয়া হবে। তাই মাঝে মাঝে ওয়েবসাইটটা চেক করতে হবে, যাতে কোনো দরকারি খবর মিস না হয়।

মনে রাখার মতো কিছু তথ্য

খালি পদের সংখ্যা: ৩৫,৭২৬ জন সহকারী শিক্ষক
আবেদন শুরু: ১৬ জুন, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই, ২০২৫ (বাড়ানো হয়েছে)
লিখিত পরীক্ষা: ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (সম্ভাব্য)
অফিসিয়াল ওয়েবসাইট: www.westbengalssc.com

আরও কিছু তথ্য

অ্যাডমিট কার্ড আর পরীক্ষার নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের তারিখ বাড়ানোর কারণ হল টেকনিক্যাল সমস্যা আর অনেক প্রার্থী আবেদন করতে পারেনি। এটা শিক্ষক হতে চাওয়া লোকেদের জন্য একটা বড় সুযোগ।

শেষ কথা

WBSSC ২য় এসএলএসটি ২০২৫-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ একটা খুব দরকারি পদক্ষেপ। এটা রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও ভালো করবে। পরীক্ষার তারিখ আর সময় জানতে ওয়েবসাইটে নজর রাখতে হবে। এই সুযোগটা কাজে লাগিয়ে ভালোভাবে প্রস্তুতি নাও আর সময় মতো আবেদন করে দাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here