কিছু দিন ধরেই খবর প্রকাশিত হচ্ছিল যে,ক্লাস ফাইভ কে প্রাথমিকে আনা হবে। যা নিয়ে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই নোটিশ প্রকাশ করেছিল। সেখানে প্রথম পর্যায়ে প্রায় 17996 টি স্কুল কে সিলেক্ট করা হয়েছিল পরিকাঠামোর দিক দিয়ে। আজ সেই সম্ভাব্য স্কুলের লিস্ট প্রকাশিত হয়ছে।
সেখানে জেলা ভিত্তিক স্কুলের নাম দেওয়া হয়েছে। যেখানে শিক্ষা বর্ষ 2020 সাল থেকে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে আনা হচ্ছে।
কিছু ক্ষনের মধ্যে ভিডিও তে সমস্ত image দেওয়া হবে…..