ফের পিছোল শিক্ষক নিয়োগ মামলার শুনানি , দেখুন সম্পূর্ণ আপডেট

এক বুক আসা নিয়ে আজ কোর্টের দিকে তাকিয়ে ছিলেন হাজার হাজার চাকরীপ্রার্থীরা । যে সমস্ত পজিটিভ ডেভোলোপমেণ্ট হচ্ছিল এই কেস নিয়ে, তাতে মনে করা হচ্ছিল যে আজ হয়তোবা কিছু একটা পজিটিভ নিউজ বেরিয়ে আসবে। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে ফের একটা নতুন ডেট পড়েছে এই কেসের শুনানির জন্য বলে জানা গিয়েছে । এবং এই নতুন ডেট সামানে আসতেই বিক্ষোভ এবং ধর্না শুরু করেছে  চাকরীপ্রার্থীরা  বলে খবর বেরিয়েছে আসছে।

[নতুন শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত হল ,বাংলায়  পড়তে এখানে ক্লিক করুন]

আপনারা জানেন আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট গত পূজোর সময় প্রকাশ করেছিল ডব্লিউবিএসএসসি সেই নিয়ে বিস্তর অভিযোগ জমা পরে ,করা হয় কোর্ট কেস ও । সেই কেস নিয়ে দীর্ঘ দিন ধরে  শুনানি চলছে কোলকাতা হাইকোর্টে। এর মাঝে নতুন শিক্ষক নিয়োগ করার জন্য শিক্ষক নিয়োগ নীতিও প্রকাশ করে ফেলেছে ডব্লিউবিএসএসসি।

ফলে এই সমস্যা মিটলেই নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। কিন্তু এই আপার প্রাইমারি মামলা কিছু তেই মীটছে না ! আজকে এই কেসের শুনানি হয় এবং এই কেসের পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ ই মার্চ দিন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে । 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

20200228 170155 এই সমস্যা মিটলেই নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। কিন্তু এই আপার প্রাইমারি মামলা কিছু তেই মীটছে না ! আজকে এই কেসের শুনানি হয় এবং এই কেসের পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ ই মার্চ দিন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে ।