WB Higher Secondary 2022- এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট সামনে এসেছে । আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফের একবার পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২২ সালের রুটিনের । 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২রা এপ্রিল থেকে । কিন্তু একবার ফের এই পরীক্ষা নিয়ে বেশ কিছু সংশয় তৈরি হয়েছে। যদিও জানা গিয়েছে যে আগের রুটিনেই বেশিরভাগ পরীক্ষা হবে। তবে কিছু ক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে ।
এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রতিবেদনে আমরা দেখব যে কখন, কিভাবে, কোন দিনের পরীক্ষার সূচি পরিবর্তন করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা।

নতুন রুটিন উচ্চ মাধ্যমিক ২০২২ পরীক্ষার

Date | Day | From 10.00 a.m. to 1.15 p.m.(Morning) |
02/04/2022 | Saturday | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi |
04/04/2022 | Monday | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
05/04/2022 | Tuesday | # Health Care , #Automobile, #Organised Retailing, #Security, #IT & ITES, # Electronics, # Tourism & Hospitality, # Plumbing, #Construction—VOCATIONAL SUBJECTS |
16/04/2022 | Saturday | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History |
18/04/2022 | Monday | Economics |
19/04/2022 | Tuesday | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, #Music, #Visual Arts |
20/04/2022 | Wednesday | Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology |
22/04/2022 | Friday | Physics, Nutrition, Education, Accountancy |
23/04/2022 | Saturday | Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management |
26/04/2022 | Tuesday | Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French |
27/04/2022 | Wednesday | Biological Science, Business Studies, Political Science |
WB Higher Secondary 2022
এই মুহুর্তের বড় আপডেট হচ্ছে যে আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এই উপনির্বাচন হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ফের এক বার বদল হতে চলেছে। উচ্চমাধ্যমিক 2022 সালের পরীক্ষার সূচিতে পরিবর্তন হতে চলেছে বলে খবরা-খবর সামনে এসেছে । আগামীকালকেই {WB Higher Secondary 2022}পরীক্ষার সূচি পরিবর্তন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের খবর সামনে এসেছে ।
অবশ্যই এর একটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । যে খবর আপডেট সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে, স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা । জানা গিয়েছে যে পরীক্ষার সম্ভাব্য সূচি কি হতে পারে তা ইতিমধ্যেই নবান্নে প্রস্তাব আকারে পাঠিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । যেহেতু জেইই মেন পরীক্ষার সূচিতে বদল করা হয়েছে তাই এটা প্রায় এক প্রকারের ঠিক ছিল যে উচ্চমাধ্যমিকে নতুন সূচি খুব শীঘ্রই প্রকাশ পাবে ।
WB Higher Secondary 2022

যেটা খবর আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে নবান্নের কাছে দুটি সূচী পাঠানো হয়েছে। একটি তে ২রা ও ৪ঠা এপ্রিল পরীক্ষা নিয়ে বাকি পরীক্ষা ভোট পর্ব মিটলে নেওয়া এবং আরেকটি সূচী তে সম্পূর্ণ পরীক্ষা পিছিয়ে দিয়ে ভোট শেষ হলে মে মাসে করানো।শুধু উচ্চ মাধ্যমিক নয়, বদল আসছে একাদশ শ্রেণির পরীক্ষা সূচীতেও ।অর্থাৎ পরীক্ষা শুরু এবং কবে তা শেষ হবে,সেটা আজকের বিকেলের মধ্যেই জানা যাবে।

নতুন পরীক্ষা সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তখন আমরা সর্বপ্রথম সবার আগে আপনাদের সামনে এই পরীক্ষার নতুন সূচী নিয়ে চলে আসব। এখানে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন।