This Post Contents
Details Updates Are Out Today About “Amphan Beneficiary List” In West Bengal. Today We Discuss Here All Updates Related To “District Wise Amphan Beneficiary List“.In This Article You Will Find Link How To Check “District Wise Amphan Beneficiary List” ?
এই মুহূর্তে একটি খুবই ভালো খবর বেরিয়ে আসছে “Amphan Beneficiary List” প্রকাশিত করা নিয়ে। বেশ কিছু দিন ধরেই এই District Wise Name List For Amphan Beneficiary List প্রকাশিত হওয়া নিয়ে খবরা খবর বেরিয়ে আসছিল। এই আর্টিকেল আমরা সমস্ত ডিটেলস আপডেট দেবো কিভাবে আপনি আপনার জেলার আপফান জড়ের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা দেখবেন।
Amphan Beneficiary List,District Wise Name List
একাধিক বার এই আপফান জড়ের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল । অবশেষে রাজ্য সরকার গত বুধবার জেলা ভিত্তিক আপফান জড়ের ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করল । আপনি এক ক্লিকেই বাড়িতে বসে সেই নামের তালিকা দেখে নিতে পারবেন।

রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। ঐ লিস্ট দেখেত হলে প্রথমে আপনাকে wb.gov.in সাইট ভিজিট করতে হবে । এর পর যেখানে Amphan Beneficiary লেখা আছে ওখানে ক্লিক করতে হবে অথবা এখানে ক্লিক করে সরাসরি সেই পেজে পৌঁছে যাবেন।এই রকম খবরাখবর পড়তে এখানে ক্লিক করুন ।

এর পর সেখানে জেলা ভিত্তিক ড্রপ ডাউন লিস্ট দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। এর পর আপনি আপনার নামটি সার্চ করুন। ওখানে অনেক পেজ দেওয়া আছে সেখানে থেকে। ঐ লিস্টে প্রথমে Beneficiary নাম দেওয়া আছে ,এর পর দেওয়া আছে তাঁর ঠিকানা , এর পর তাঁর কেটাগরি দেওয়া আছে সর্বশেষে দেওয়া আছে বরাদ্দ অর্থের পরিমাণ। লিস্টে দেখা যাচ্ছে বরাদ্দের অর্থের পরিমাণ ভিবিন্ন । যে ভাবে Amphan ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাড়ি সেই ভাবে ক্ষতিগ্রস্তের অর্থের পরমাণ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে অর্থের পরিমাণ ১০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা অব্দি অর্থ দেওয়া হয়েছে !!

District Wise Amphan Beneficiary List
Scheme | AMPHAN BENEFICIARY LIST |
State | West Bengal |
Amount | Various |
Official Website | www.wb.gov.in Or Click Here |
Announce By | Hon’ble Chief Minister Of West Bengal Mamata Banerjee |
FAQs
কিভাবে এই আম্ফান ক্ষতিগ্রস্তদের নামের লিস্ট দেখবো ?
এই সাইট Wb.gov.in ভিজিট করে।
এতে কি জেলা ভিত্তিক নামের লিস্ট আছে ?
হ্যাঁ ।
কত টাকা করে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের ?
নির্দিষ্ট কোনও পরিমানের উল্লেখ নেই।
সর্বোচ্চ কত পরিমাণ অর্থ দেওয়া হতে পারে ?
এটা নির্ভর করছে আপনার কতটা ক্ষতি হয়েছে এই আম্ফান ঝরে।
ষতিগ্রস্তদের নামের লিস্ট পিডিএফ আকারে কি পাওয়া যাবে ?
না । এখনও অব্দি সেই রকম কোনও সোর্স আমরা পাইনি।