সুখবর,সরস্বতী পুজোয় আরও অতিরিক্ত ছুটির ঘোষণা

West_Bengal_Holiday_2023
West_Bengal_Holiday_2023

সরস্বতী পুজো উপলক্ষে প্রায় সপ্তাহ জুড়ে ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা ৷ এই মুহূর্তের বড় খবর । রাজ্য সরস্বতী পুজোয় আরও অতিরিক্ত ছুটির ঘোষণা করেছে বলে জানা গিয়েছে ৷ এবার অর্থাৎ ২০২০ সালে সরস্বতী পুজোয় ৩০ ও ৩১ জানুয়ারি আগেই ছুটি ঘোষণা করেছিল রাজ্য ৷ এবার তার সঙ্গে জুড়ল আরও এক দিনের অতিরিক্ত ছুটি ৷

 

সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

–::: এখানে ক্লিক করুন :::–

 

অর্থাৎ আগামী ২৯ তারিখ, বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয়েছে ৷ এর ফলে টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে চলেছেন সরকারি কর্মীরা ৷ আগেই বৃহস্পতি ও শুক্র সরস্বতী পুজো উপলক্ষে  ছুটির ঘোষণা করেছিল রাজ্য এবার বুধবার ছুটি ঘোষণা হওয়ায় ,টানা বুধবার থেকে  রবিবার  অব্দি  বন্ধ থাকবে সরকারি অফিস ৷ এর ফলে সরকারি  কর্মচারীরা টানা পাঁচ দিন (রবিবার সহ) ছুটি উপভোগ করতে পারবেন। 

 

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

পে কমিশন নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

ডীএ নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

পে কমিশনের  ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেতে এখানে ক্লিক করুন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here