পাবলিক সার্ভিস কমিশনের এক্তিয়ারভুক্ত নয়, এমন সরকারি পদে লোক নিয়োগের জন্য রাজ্য প্রশাসন ফের স্টাফ সিলেকশন কমিশনকে ফিরিয়ে আনতে চাইছে।
বিধানসভায় আজ, বৃহস্পতিবারই পেশ হতে চলেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) (রিপিলিং) বিল, ২০১৯’।কেন ফের এই বিল আনা হচ্ছে ??


কারণ রাজ্য সরকার অনেক সময় নানা প্রতিষ্ঠানে এমন বেশ কিছু শূন্য পদে অল্প সময়ের মধ্যে কর্মী নিয়োগ করা প্রয়োজন হয়ে পরে। ফলে পিএসসি এর মাধ্যমে ঐ নিয়োগ সব সময় সম্ভব হয়ে উঠছে না ফলে আবার ssc কে ফিরিয়ে আনা হচ্ছে ববলে জানা যাচ্ছে।
পিএসসি-র বাইরেও সরকারি নানা পদে লোক নিয়োগের লক্ষ্যে তৃণমূলের সরকার ক্ষমতায় এসে ২০১১ সালে এসএসসি বিল এনেছিল।


সেই প্রয়োজনীয়তা আর নেই বলে কারণে দেখিয়ে ২০১৭ সালে বাতিল করা হয় এসএসসি। এখন আবার ২০১৭-র আইন বাতিল করে এসএসসি-কে ফের বাঁচিয়ে তোলা হচ্ছে নতুন বিলে।


এই বিল ফের ফিরিয়ে আনার ফলে একটা জিনিস পরিস্কার যে ,রাজ্য সরকার কিছু স্বল্প সময়ের জন্য কিছু চাকরি দেবার পরিকল্পনা করছে !!



![[Download-PDF]WBSSC Special Educator Notification 2025: Complete Details & Latest Updates,very big news WBSSC Special Educator Notification 2025](https://www.wbedu.in/wp-content/uploads/2025/09/WBSSC-Special-Educator-Notification-2025-218x150.jpg)


