Government of West Bengal has decided to extend the Lockdown for another two weeks i.e. up to 15th June with further relaxations with conditions.Notice download for Lockdown Extend For Two Weeks In WB.
রাজ্যে জারি হল আরও দু সপ্তাহের লকডাউন । এই জারি করা হল নোটিশ।এবার পঞ্চম দফার লকডাউনে মিলছে বহু ক্ষেত্রে ছাড় । সেই নিয়ে কেন্দ্রের নির্দেশিকা সামনে আসতেই, লকডাউন গাইডলাইন জারি করল রাজ্যও। কেন্দ্রের নির্দেশিকা দেখতে বা নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Lockdown Extend For Two Weeks In Wb

দেশজুড়ে পঞ্চম দফার লকডাউন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।এই নিয়ে গতকাল এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র । উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নির্দেশনামা দেখতে পারবেন। মূলত কনটেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন চলবে বলে পরিষ্কার ভাবে জানানো হয়েছে ঐ নির্দেশিকায়। কেন্দ্রের নির্দেশিকা সামনে আসতেই, লকডাউন গাইডলাইন জারি করল রাজ্য সরকার।ঠিক আগের দিনের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন ঠিক সেই মতন ভাবে জারি করা হয়েছে এই নির্দেশিকা , যা বলবৎ থাকবে আগামী দু’সপ্তাহ।

১ জুন থেকে চটকলগুলিও কাজ শুরু করতে পারবে এই দফায়। |
১ জুন থেকে সব চা বাগানগুলি খুলে দেওয়া হবে। |
ক্ষুদ্র ও মাঝাারি শিল্পো কারখানা গুলিতে এবং খনিগুলিতে কাজকর্ম শুরু করা যাবে। |
নির্মাণকর্মীরা কাজে যোগ দিতে পারবেন। |
সরকারি ও বেসরকারি বাসে ঠিক যত আসন ততজনই চড়তে পারবেন। |
কেউ দাঁড়িয়ে বাসে যাত্রা করতে পারবেন না । |
সমস্ত যাত্রীদের মাস্ক এবং গ্লাভশ পড়তে হবে । |
স্থানীয় পুলিশের পরামর্শ নিয়ে খোল যাবে ধর্মীয়স্থান তবে ১০ জনের বেশি প্রবেশের অনুমতি নেই। |
১ জুন থেকে চালু হবে শুটিং। |
তবে নির্দেশিকা অনুযায়ী একটি ইউনিটে ৩৫ জনের বেশি লোক নেওয়া চলবে না। |
৮ জুন থেকে দৈনিক ৭০ শতাংশ শক্তি নিয়ে কাজ শুরু হবে সরকারি ক্ষেত্রে। |
রেস্তোরাঁ এবং শপিংমলগুলি কাজ শুরু করতে পারে ৮ জুন থেকেই। |
Lockdown Extend For Two Weeks In WB নিয়ে আরও আপডেট পেতে সরকারি ওয়েবসাইট https://wb.gov.in/ ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন ।
- (Shramashree mobile app download) Shramashree Scheme 2025: How to Apply Using Your Mobile Phone?Shramashree Scheme: How to Apply Using Your Mobile Phone?(Shramashree mobile app download) West Bengal’s new Shramashree… Read more: (Shramashree mobile app download) Shramashree Scheme 2025: How to Apply Using Your Mobile Phone?
- [PDF] SHRAMASHREE scheme 2025 PDF:Shramshree apply online,Shramshree form download,very big newsWest Bengal Shramashree Scheme 2025 – Full Details, Benefits, Eligibility & Apply Online SHRAMASHREE scheme 2025… Read more: [PDF] SHRAMASHREE scheme 2025 PDF:Shramshree apply online,Shramshree form download,very big news