PRIMARY TET WRONG ANS COURT CASE UPDATE

2
51

প্রাথমিকে ভুল প্রশ্ন মামলার এক গুরুত্বপূর্ণ কসের আপডেট এসেছে আজ ।  যদিও প্রাথমিক পর্ষদ এই মামলা থেকে শিক্ষক নিয়োগ করতে প্রায় 37 জন OBC A মামলাকারীদের ইন্টারভিউ এর প্রক্রিয়া আগেই শেষ করেছে। মনে করা হচ্ছিল  এই মামলা কোর্টে  উঠলে বাকি মামলাকারীদের যেমন,GEN, OBC B,ST,SC দের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেই নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসবে । কিন্তু যে সমস্ত আপডেট পাওয়া গিয়েছে , সেখানে দেখা যাচ্ছে যে প্রতিভা মণ্ডলের প্রাথমিক এর ভুল প্রশ্ন কোর্ট কেস আবার কোর্টে উঠবে শুনানির জন্য ।

 

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

আগে যখন এই মামলা কোলকাতা হাইকোর্টে উঠেছিল তখন জানা গিয়েছিল যে শূন্য পদের সমস্যার কারণে বাকীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা কাটিয়ে বাকীদেরকেও ডাকা হবে। আপনারা জানেন যে,এই মামলায় প্রায় 130 জনের মতন মামলাকারী রয়েছে । যেখান থেকে প্রায় 37 জন OBC A মামলাকারীদের ইন্টারভিউ এর প্রক্রিয়া জন্য ডাকা হয়েছিল ১৫ ই জানুয়ারি ২০২০ সালে । বাকিদের কবে ডাকা হবে সেই প্রশ্নের উত্তর আগামী অর্থাৎ ২৮ ই ফেব্রুয়ারি যখন এই মামলাটি আবার উঠবে , সেই দিন হয়তোবা জানা যাবে।

2018 সালের 3rd অক্টোবর কোলকাতা হাইকোর্ট মামলাকারী পক্ষে রায়দেয় প্রাথমিকে ভুল প্রশ্ন নিয়ে। তারপর এই মামলা নিয়ে কোর্ট অবমাননার মামলা দায়ের হয়। পরে এই মামলা সুপ্রিম কোর্ট অব্দি যায়। পরে কোলকাতা হাইকোর্টের নির্দেশে মামালাকারীদের ভুল প্রশ্ন থেকে নাম্বার দিয়ে প্রাথমিক পর্ষদ একটি লিস্ট প্রকাশ করে সেখানে প্রায় 130 জন পাস হয় বলে জানা যায়। তাদের নিয়ে প্রাথমিক পর্ষদ ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করে এবং পরে একটি শূন্য পদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় দেখা যায় কিছু সমস্যা রয়েছে। তাই সমস্ত (যেমন GEN, OBC A, OBC B,ST,SC) মামালাকারীদের ঐ শূন্য অনুসারে ডাকা যাচ্ছে না। কারণ কোনও কোনও ক্ষেত্রে শূন্য পদ প্রায় নেই ফলে সমস্যা সৃষ্টি হয়। তাই ধাপে ধাপে পর্ষদ OBC A কে ডাকে প্রথমে।

আবার এই  মামলাটি উঠলে বাকি ঐ 130 জনকে কবে ডাকবে বা শূন্য পদ নিয়ে কিছু আপডেট হবে কি না সেই বিষয়ে জানা যাবে ।

প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here