TO UNDERSTAND AND CALCULATE 6TH PAY COMMISSION SALARY YOU MUST READ BELOW ARTICLE.UNDERSTAND ROPA 2019 PAY MATRIX IN SIMPLE WAY. LETS BEGUN .
প্রথমে আপনাদের পে ম্যাট্রিক্সটি DOWNLOAD করতে হবে।
১)সেটিতে আপনি দেখতে পাবেন যে এবার আপনাদের বেসিক পে ( পে ব্যান্ড+ গ্রেড পে) উঠে গিয়ে সেটা LEVEL (লেভেল) এ রূপান্তরিত হয়েছে।
২) এবার থেকে বার্ষিক INCRIMENTS হবে প্রতি বছর জুলায় মাসে। কিন্তু আর ৩% হাঁরে হবে না। আপনাকে LEVEL (লেভেল) এর নীচের দিকে নেমে নেমে INCRIMENTS এর হিসাব করতে হবে ।
৩) ০১.০১.২০১৬ আগে চাকরীতে যোগদান করলে ০১.০১.২০১৬ বেসিক কে ২.৫৭ দিয়ে গুন করতে হবে । সেটাকে ROUND OFF করতে হবে । ০১.০১.২০১৬ পর চাকরীতে যোগদান করলে , আপনার গ্রেড পে অনুসারে শুরু লেভেল এ ফিট করা হবে।
৪) ২.৫৭ দিয়ে গুন করার পর সেটাকে নিজের গ্রেড পে অনুসারে খুঁজতে হবে। যদি ঐ সংখ্যাটি পাওয়া যায় তাহলে ভালো না হলে ওর উপরের সংখ্যা নিতে হবে
৫) যেমন ৩০,৮০০ টি ওখানে নেই তাই ওর থেকে বড় ৩১,৩০০ টি নিতে হবে।
৬) এর পর আপনাকে হিসাব করতে হবে আপনি কয়টি INCRIMENTS পেয়েছেন। যদি আপনি ১ টি পান ঐ ঘর থেকে ১ ধাপ নীচে,যদি আপনি ২ টি পান ঐ ঘর থেকে ২ ধাপ নীচে ,যদি আপনি ৩ টি পান ঐ ঘর থেকে ৩ ধাপ নীচে এবং যদি আপনি ৪ টি পান ঐ ঘর থেকে ৪ ধাপ নীচে নেমে আসতে হবে।
৭) আপনাদের জন্য ৪ টি INCRIMENTS ধরে চার ঘর নীচে নেমে হিসাব দেখানো হল।
৮) এটাই হয়ে যাবে আপনার ০১.০১.২০২০ এর লেভেল বা ( বেসিক পে ) ।
৯) সেই অনুসারে আপনার হিসাব করা হবে।
০১.০১.২০২০ — LEVEL+LEVEL*12%(HRA)+500(MA)+0%(DA-এখনও কিছু ঘোষণা হয় নি তাই )
= ৩৫,২০০+৪২৩০+৫০০+০
=৩৯,৪৮০
TO KNOW YOUR SALARY ACCORDING 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE |
FOR NEW JOBS SALARY ACCORDING 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE |
FOR ALL EMPLOYEE 6TH PAY SALARY CALCULATORS AND NEWS CLICK HERE |