This Post Contents
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নীতি প্রণয়নে উদ্যোগ(WB Primary Teachers Promotion)
WB Primary Teachers Promotion-প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবরপ!প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নীতি প্রণয়নে উদ্যোগ!পশ্চিমবঙ্গের সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে অবহেলিত প্রোমোশন ও ইনক্রিমেন্টের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর। এবার থেকে নির্দিষ্ট সময় চাকরি করলে শিক্ষকদের জন্য আসতে চলেছে পদোন্নতি ও বেতন বৃদ্ধি। আগে তাঁরা টানা ১০ ও ২০ বছর চাকরি করলে বছরের নরমাল ইনক্রিমেন্ট সঙ্গে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পেতো এবং ১৮ বছর পূর্ণ হলে গ্রেড পে পরিবর্তন ও একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পেতো ! এবার সেটা পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে! ১০, ১৮ ও ২০ বছরের চাকরির পর ধাপে ধাপে পদোন্নতি ও ইনক্রিমেন্টের চিন্তা করা হচ্ছে!
পদোন্নতির খসড়া পরিকল্পনা
শিক্ষা দপ্তরের কর্তারা ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন। আলোচনায় উঠে এসেছে—
- টানা ১০ বছর চাকরি করলে পদোন্নতির সুযোগ।
- টানা ১৮ বছর চাকরি করলে আরও একটি পদোন্নতির সুযোগ।
- টানা ২০ বছর চাকরি শেষ করলে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুবিধা।
তবে চাকরিজীবনে মোট দু’বার নাকি তিনবার (WB Primary Teachers Promotion)পদোন্নতির সুযোগ পাওয়া যাবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বর্তমান ব্যবস্থা বনাম প্রস্তাবিত ব্যবস্থা
| বিষয় | বর্তমান অবস্থা | প্রস্তাবিত পরিবর্তন |
|---|---|---|
| প্রোমোশন | কেবল প্রধান শিক্ষক হওয়ার সুযোগ | সবার জন্য ধাপে ধাপে পদোন্নতি |
| বেতন বৃদ্ধি | প্রধান শিক্ষক হলে প্রায় ৪০০ টাকা ইনক্রিমেন্ট | ১০, ১৮, ২০ বছরে একাধিক ইনক্রিমেন্ট |
| শিক্ষকদের চাহিদা | প্রধান শিক্ষক হতে অনীহা, দায়িত্ব বেশি কিন্তু বেতন বৃদ্ধি কম | ন্যায্য বেতন বৃদ্ধি ও সুযোগের প্রসার |
শিক্ষা দপ্তরের বক্তব্য
শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন—

“এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রোমোশন ও ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত থেকে গিয়েছিল। প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ অনেক বেশি হওয়া সত্ত্বেও তাঁরা বঞ্চিত। খুব শিগগিরই নতুন পদোন্নতি নীতি ঘোষণা করা হবে।”
আপনারা আমাদের ক্যালকুলেটর এপ্লিকেশন ডাউনলোড করে সরাসরি নিজেদের প্রোমোশন ও ইনক্রিমেন্ট বৃদ্ধির হিসাব করতে পারবেন! গুগল প্লে স্টোরে গিয়ে wb calculator hub লিখে সার্চ করলে আমাদের ক্যালকুলেটর এপ্লিকেশনটি পেয়ে যাবেন! সেখানে ইনক্রিমেন্ট , ডিএ , প্রোমোশন , সেলারি স্লিপ, সেলারি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন! নীচে ও ডাউনলোড লিংক দেওয়া আছে!
www.wbedu.in
Educational News & Updates
আমাদের সাথে যুক্ত হতে & খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন আমাদের অ্যাপ। ডাউনলোড করতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন:
শিক্ষকদের প্রতিক্রিয়া
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এই উদ্যোগকে (WB Primary Teachers Promotion) স্বাগত জানিয়েছে। তাঁদের আশা, আগামী দিনে এই নীতি কার্যকর হলে শিক্ষকদের কর্মপ্রেরণা ও আর্থিক উন্নতি—দুটোই বাড়বে।
সাধারণ প্রশ্নোত্তর (FAQs WB Primary Teachers Promotion)
প্রাথমিক শিক্ষকদের জন্য কি আগে থেকে কোনও প্রোমোশন থাকত?
হ্যাঁ, কেবল প্রধান শিক্ষক হওয়াই একমাত্র সুযোগ ছিল। তবে বেতন বৃদ্ধি খুবই সীমিত ছিল।
নতুন পদোন্নতি নীতিতে কী কী সুবিধা আসতে পারে?
১০, ১৮ ও ২০ বছরের চাকরির পর ধাপে ধাপে পদোন্নতি ও ইনক্রিমেন্টের চিন্তা করা হচ্ছে।
এই নীতির ফলে কারা উপকৃত হবেন?
সরকারী ও সরকারপোষিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সরাসরি উপকৃত হবেন।
কবে থেকে নতুন নিয়ম কার্যকর হবে?
শিক্ষা দপ্তর এখনও চূড়ান্ত ঘোষণা করেনি, তবে শীঘ্রই কার্যকর করা হতে পারে।
উপসংহার
প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে। যদি এই নীতি কার্যকর হয়, তবে প্রাথমিক স্তরের শিক্ষকদের আর্থিক ও প্রশাসনিক স্বীকৃতি অনেকটাই বাড়বে। শিক্ষা দপ্তরের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।



![[PDF]WBBPE HOLIDAY LIST 2024,WB Primary School Holiday List 2024,very big updates WBBPE_HOLIDAY_LIST_2024](https://www.wbedu.in/wp-content/uploads/2023/12/WBBPE_HOLIDAY_LIST_2024-218x150.jpg)
