This Post Contents
এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট – পশ্চিমবঙ্গ ২০২৫
পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা
WBSSC 2nd slst interview Ratio-এবারের West Bengal SSC (School Service Commission) SLST পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২ লক্ষ ৩০ হাজার (২,২৯,৪৯৭) এরও বেশি প্রার্থী। শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজ্যের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা তাদের Oএমআর শিটে দেওয়া উত্তরের বিষয়ে কোনো ভুল বা অসঙ্গতি মনে করলে, তা চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। উত্তর চ্যালেঞ্জ করার জন্য প্রার্থীরা ৫ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে কমিশন নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। এবারে এসএসসি ইন্টারভিউয়ের জন্য ১:১.৬ অনুপাতে !
মেধা তালিকা প্রকাশে এবার একটি নতুন নিয়ম যোগ হচ্ছে, যা প্রার্থীদের জন্য অত্যন্ত জরুরি। নম্বর সহ মেধা তালিকা!এবার ইন্টারভিউয়ের চূড়ান্ত মেধা তালিকা (merit list) প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ প্রকাশ করা হবে। এটি স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে।অভিজ্ঞতার নম্বর! ইন্টারভিউ শুরু হওয়ার আগেই, প্রার্থীদের অভিজ্ঞতার জন্য বরাদ্দকৃত ১০ নম্বর তাদের মোট স্কোরের সঙ্গে যোগ করা হবে।
পরীক্ষার দিন ও OMR শিট
- নবম-দশম শ্রেণি (Secondary) পরীক্ষার দিন: ৭ই সেপ্টেম্বর ২০২৫
- একাদশ-দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পরীক্ষার দিন: ১৪ই সেপ্টেম্বর ২০২৫
- উল্লেখ্য, পরীক্ষার্থীরা পরীক্ষার পর নির্দিষ্ট তারিখে OMR শিট পাবেন, যাতে প্রশ্নের উত্তর যাচাই করে নিতে পারবেন।
উত্তর চ্যালেঞ্জ
SSC SLST পরীক্ষার আনসার কী প্রকাশের পর প্রার্থীরা নিজেদের উত্তর নিয়ে ৫ দিনের মধ্যে চ্যালেঞ্জ জানাতে পারবেন। এটি SSC পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।
মেধা তালিকা নম্বরসহ
এবারের ইন্টারভিউয়ের মেধা তালিকা নম্বর সহ প্রকাশ করা হবে। এতে প্রার্থীরা জানতে পারবেন, ঠিক কত নম্বরে তাদের নাম এসেছে।
অভিজ্ঞতার নম্বর
ইন্টারভিউয়ে ডাকার পূর্বেই অভিজ্ঞতার জন্য ১০ নম্বর যুক্ত করা হবে। এই বাড়তি নম্বর অভিজ্ঞদের জন্য বিশেষ সুবিধা সরবরাহ করবে।
ইন্টারভিউ ও চূড়ান্ত নির্বাচন
কমিশনের নির্দেশিকা অনুসারে, ২০২৫ সালের নভেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ শুরু হবে এবং ২৪ নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশিত হবে। এরপর ২৯ নভেম্বর থেকে কাউন্সেলিং ও চূড়ান্ত সুপারিশ পর্ব শুরু হবে।
দ্রুত তথ্য ছক
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরীক্ষার দিন | ৭ ও ১৪ সেপ্টেম্বর ২০২৫ |
| মোট প্রার্থী | ২,২৯,৪৯৭ |
| OMR শিট পাবার টাইমলাইন | পরীক্ষার উপর নির্ভরশীল |
| উত্তর চ্যালেঞ্জ | ৫ দিনের মধ্যে |
| মেধা তালিকা | নম্বরসহ প্রকাশ |
| অভিজ্ঞতার নম্বর | ১০ নম্বর |
| ইন্টারভিউ | নভেম্বরের মাঝামাঝি |
| Counselling/Recommendation | ২৯ নভেম্বর ২০২৫ |
SEO Meta Tag উদাহরণ
Title: WBSSC SLST পরীক্ষার আপডেট ২০২৫ – অংশগ্রহণ, OMR, মেধা তালিকা ও ইন্টারভিউ
Description: পশ্চিমবঙ্গ SSC SLST পরীক্ষা ২০২৫’র নতুন আপডেট: পরীক্ষার দিন, OMR, মেধা তালিকা, উত্তর চ্যালেঞ্জ, অভিজ্ঞতার নম্বর ও ইন্টারভিউ সম্পর্কে বিস্তারিত তথ্য পান।
Keywords: WBSSC পরীক্ষার আপডেট, SSC SLST 2025, SSC শিক্ষক নিয়োগ, SSC ইন্টারভিউ, West Bengal SSC News
SSC SLST পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত পৌঁছে দিন বন্ধুদের কাছে। পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত নতুন খবরের জন্য ফলো করুন ও শেয়ার করুন।testbook+2

![[Download-PDF]WBSSC Special Educator Notification 2025: Complete Details & Latest Updates,very big news WBSSC Special Educator Notification 2025](https://www.wbedu.in/wp-content/uploads/2025/09/WBSSC-Special-Educator-Notification-2025-218x150.jpg)




