আজ প্রাথমিকে টেট 2015 ভুল প্রশ্ন মামলার একটি গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের 3 রা OCT 2018, সিঙ্গল বেঞ্চ এর রায়ই বহাল থাকবে।
ফলে নতুন করে আরও অনেক অনেক চাকরিপ্রার্থীর ভাগ্য খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজ যে রায়ের কথা মাননীয় বিচারপতিগণ যে রায়ের কথা উল্লেখ্য করেছেন সেই কেসটি ছিল মূলত 2015 প্রশ্ন ভুল মামলা বা প্রতিভা মন্ডলের কেস।
ঐ কেসে সিঙ্গল বেঞ্চ রায়দিয়ে জানিয়ে ছিল যে 2015 প্রাথমিকে টেট এ 6 থেকে 7 টি প্রশ্ন ভুল ছিল । ফলে কোর্ট পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত মামলাকারী আছে তাঁদের কে উক্ত নাম্বার দিয়ে যদি পাস করে তাহলে তাঁদেরকে চাকরি দিতে হবে।এবং তা তিনমাসের মধ্যে।কিন্তু দীর্ঘ দিন অপেক্ষার পরও সেই সমস্যার সমাধান না পাওয়ায় আবার জানুয়ারি 2019 প্রতিভা মন্ডলরা contempt of court orders case file করে যার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে।
আগামী কাল আবার ওই কেসটি লিস্ট এ আছে শুনানির জন্য।এখন দেখার বিষয় আগামীকাল কিছু হয় কি না।
এই দিকে আজ উপরিক্ত কেস এর ভিত্তিতে যে রায় দিয়েছে তার অর্ডার কপি আমরা হাতে পেলে তা আপনাদেরকে জানানো হবে।
তাই নিয়মিত ফল করুন