16500 Primary teachers recruitment interview ,apply offline for primary recruitment

1
158

Some big news coming related to 16500 Primary teachers recruitment interview. West Bengal Board Of Primary Education WBBPE recently published interview venue list for 16500 teachers recruitment. This interview is starting from 10th of january going till 17th of January 2021.Details updates and all PDF are given below.

16500 Primary teachers recruitment interview

এই মুহূর্তে প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্যে ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন দ্বিতীয় টেট থেকে ( অর্থাৎ ২০১৪ টেট পাস চাকরীপ্রার্থীদের থেকে) ।

এই নিয়ে প্রাথমিক পর্ষদ জোর কদমে কাজ করছে। আগেই তাঁদের {২০১৪ টেট পাস চাকরীপ্রার্থীদের} অনলাইনে ভেরিফিকেশন এর কাজ সেরে ফেলেছে।

প্রাথমিক পর্ষদ আগে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে, জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে ১৭ তারিখ অব্দি ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ নিয়ে প্রাথমিক পর্ষদ আজ একটি ভেনুর নোটিশ জারি করেছে।

16500 Primary teachers recruitment interview

16500_Primary_teachers_recruitment_interview
16500_Primary_teachers_recruitment_interview

16500 Primary teachers recruitment interview-নীচে ক্লিক করে আপনারা প্রাথমিকের কোন জেলায় কবে ইন্টারভিউ হবে তাঁর তথ্য পেয়ে যাবেন।

Dist-CdDistrict NameVenue Name
01SILIGURIFANINDRA DEB INSTITUTION, JALPAIGU
02JALPAIGURIFANINDRA DEB INSTITUTION, JALPAIGU
03COOCHBIHARCOOCHBEHAR RAMBHOLA HIGH SCHOO
04UTTAR DINAJPURA. C INSTITUTION (AKRURMONI CORONATION) (H.S), MALDA
05DAKSHIN DINAJPURA. C INSTITUTION (AKRURMONI CORONATION) (H.S), MALDA
06MALDAA. C INSTITUTION (AKRURMONI CORONATION) (H.S), MALDA
07MURSHIDABADBERHAMPORE MAHARANI KASHISWARI GIRLS’ HIGH SCHOOL, MURSHIDABAD
08NADIAKRISHNANAGAR GOVT. COLLEGE, KRISHNANAGAR, NADIA
09NORTH 24 PARGANASBAGHBAZAR MULTIPURPOSE GIRLS’ SCHOOL, KOLKATA
10KOLKATABAGHBAZAR MULTIPURPOSE GIRLS’ SCHOOL, KOLKATA
11SOUTH 24 PARGANASINSTITUTE OF EDUCATION FOR WOMEN
12HOWRAHHOWRAH JOGESH CHANDRA GIRLS SCHOOL
13HOOGHLYHOWRAH JOGESH CHANDRA GIRLS SCHOOL
14PURBA MEDINIPURHOWRAH JOGESH CHANDRA GIRLS SCHOOL
15PASCHIM MEDINIPURBANKURA SAMMILANI COLLEGE
16BANKURABANKURA SAMMILANI COLLEGE
17PURULIABANKURA SAMMILANI COLLEGE
18BURDWANBURDWAN MUNICIPAL HIGH SCHOOL
19BIRBHUMBURDWAN MUNICIPAL HIGH SCHOOL
16500 Primary teachers recruitment interview,apply offline for primary recruitment

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

[su_button url=”http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Venue%20details%20for%20interview.pdf” target=”blank” style=”3d” background=”#efe12d” color=”#1f2522″ size=”5″ wide=”yes” center=”yes” icon_color=”#1a1816″]CLICK HERE TO DOWNLOAD [/su_button]

apply_offline_for_primary_recruitment
16500_Primary_Teachers_Recruitment,apply offline for primary recruitment

এদিকে চাকরীপ্রার্থীরা প্রাথমিকের ইন্টারভিউ মেসেজ এবং ইমেল নিয়ে সমস্যায় পরেছেন। অনেকে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় যে কালকে তাঁদের প্রাথমিকের ইন্টারভিউ অথচ এখনও অব্দি তাঁরা মেল বা মেসেজ কিছুই পাননি।

16500 Primary teachers recruitment interview

অনেকে মেল পেতে অসুবিধা হচ্ছে। তাই আপনাদেরকে বলল , আপনারা প্রথমে আপনাদের মেল তা খুলুন। এর পর প্রথমে 1.Spam folder টা দেখুন 2.All মেল করে দেখুন 3.unread মেল গুলো চেক করুন 4.promotional mail এ no reply name এ দেখুন, 5.ALL MAILযান এবং ই-মেল এর উপরের সার্চ বক্সে wbbpe লিখে সার্চ করুন, দেখুন যদি না পান একটু ওয়েট করুন সবার আসবে ,একটু ধৈর্য্য ধরুন ।

apply offline for primary recruitment

এই দিকে আজ আনন্দবাজার পত্রিকায় মানিক বাবু জানিয়েছেন যে, ‘‘কোনও যোগ্য প্রার্থীই যাতে ইন্টারভিউ থেকে বাদ না-যান, সেটা নিশ্চিত করতেই ৯ এবং ১০ জানুয়ারি অফলাইনে আবেদনপত্র নেওয়ার ব্যবস্থা করা হয়েছে,’’ বলেন পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।

তিনি আরও জানিয়েছেন যে, “মানিকবাবু জানান, প্রার্থীর অন্যান্য যোগ্যতা যদি ঠিকঠাক থাকে, তা হলে পদবি পাল্টালে কিংবা প্রার্থীর নিজের বা তাঁর বাবার নামের বানান ভুল থাকলে কোনও সমস্যা হবে না। ওই ধরনের অন্য বিষয় নিয়ে জটিলতা থাকলেও সমস্যার কিছু নেই।”

চাকরীপ্রার্থীর ইন্টারভিউ হবে অফলাইনে এবং সেই নিয়ে ভেনু আজই নোটিশ আকারে জানিয়ে দিয়েছে প্রাথমিক পর্ষদ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here