25 শে জানুয়ারি ক্লার্কশিপ পরীক্ষা নেবে PSC, Syllabus,exam pattern

wbjee_exam_date_2022
wbjee_exam_date_2022

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গ্রুপ সি এর, ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করতে চলেছে psc । আগামী জানুয়ারি মাসের 25 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। রাজ্যের প্রায় সাত থেকে আট লক্ষ যুবক-যুবতী নতুন বছরের গোড়ায় নিজেদের সরকারি চাকরি পাওয়ার লড়াইয়ে বসবেন । গত ফেব্রুয়ারিতে বিজ্ঞাপন দিলেও পরীক্ষা নিয়ে টাল বাহানা চলছিল। একবার মনে করা হচ্ছিল যে,হয়তোবা ssc(স্টাফ সিলেকশন কমিশন) যে ভাবে ফিরিয়ে আনা হয়েছে, তাই হয়তো ssc কে এই ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে,কিন্তু না psc এই পরীক্ষার আয়োজন করছে বলে খবর বেরিয়ে এসেছে।

প্রথমে দুটি লিখিত পরীক্ষা হবে। এবং তারপর কম্পিউটার এ টাইপ টেস্ট হবে।

PSC CLEARK EXM এর সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিশদে জানতে এখানে CLICK করুন।