৮৪২ জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি পর্যদের,স্কুলে কর্মরত কর্মীদের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি!842 group c list,very big news

1
1043

842 group c list-আদালতের নির্দেশ মতো স্কুলে কর্মরত ৮৪২ জন গ্রুপ সি শিক্ষাকর্মীর চাকরি বাতিলের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। শনিবার পর্ষদের পক্ষ থেকে চাকরি বাতিলের দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একটি তালিকায় ৫৭ জন, যাঁরা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়াই চাকরি করেছিলেন তাঁদের নাম এবং অন্য তালিকায় ৭৮৫ জনের নাম রয়েছে, যাঁদের ওএমআর শিটে কারচুপি করেছে। এর আগে গত শুক্রবার আদালতের নির্দেশ মতাবেক স্কুল সার্ভিস কমিশন এই লিস্ট জারি করেছিল।

স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের পরে শনিবার ৮৪২ জন ভুয়ো গ্রুপ সি শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০০০ এর কাছাকাছি। পর্ষদ স্কুল সার্ভিস কমসিওন এবং আদালতের নির্দেশ মাতাবেক দুটি লিস্ট জারি করেছে! একটি তে ৫৭ জনের নাম রয়েছে এবং আরেকটি তে ৭৪৫ জনের নাম রয়েছে!

চাকরি বাতিলের পরে এই শূন্যপদ পূরণের জন্য ওয়েটিং লিস্ট থেকে প্রার্থী নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। কমিশনের পক্ষ থেকে আগেই সুপারিশ পত্র (842 group c list) বাতিলের নির্দেশিকা জারি করা হয়। এই ৮৪২ জন আর স্কুলে আসতে পারবেন না।

কোন জেলা থেকে কত চাকরি বাতিল হল সেই লিস্ট দেখতে চাইলে এখানে ক্লিক করুন!

তাঁদের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। তবে এঁদের বেতন ফেরত দেওয়ার ব্যাপারে আদালত কোনও নির্দেশ এখনও অব্দি দেয়নি। এ দিন চাকরিহারাদের সম্পর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “এঁরা শুধু দুর্নীতির ফলই ভোগ করেননি, এঁরা দুর্নীতির অংশীদারও।” কোর্টের পর্যবেক্ষণ, কমিশনের একাংশের যোগসাজশে অযোগ্যরা চাকরি পেয়েছেন এবং যোগ্যরা পথে ঘুরে বেড়াচ্ছেন।

যদি আপনারা মোট 3478 জন পরীক্ষার্থীর নম্বরের পার্থক্য অর্থাৎ ওএমআর সঙ্গে প্রাপ্ত নম্বরের পার্থক্য দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। 176 নম্বর সিরিয়াল থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন!

নীচে এখনও অব্দি চাকরি বাতিলের লিস্ট দেওয়া হল! নিয়মিত প্রায় প্রত্যেক দিন কোনও না কোনও কেস থেকে আপডেট আসছে! তাই ভবিষ্যতে এই লিস্ট অনেকটাই পরিবর্তন হবে !

842 group c list

২০১৬-য় নিযুক্ত চাকরি গেলনিয়োগ পেয়েছিলোযাওয়ার মুখে*
নবম-দশমে শিক্ষকপ্রায় ১২৯৮৫৬১৮ + ১৮৩*
গ্রুপ-ডি কর্মীপ্রায় ৩৪০০১৯২৫ + ৬১২*
গ্রুপ-সি কর্মীপ্রায় ২০৩৭৮৪২ + ৩৪১*
একাদশ-দ্বাদশে শিক্ষকঅস্পষ্ট১ জন
২০১৪-র টেট অনুযায়ী ২০১৬-য় প্রাথমিকে নিযুক্তপ্রায় ৪২,৬০০২৫৬ জনেরও চাকরি গিয়েছে!
842 group c list

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কোনও সুপারিশই করেনি! অথচ গ্রুপ- সি পদে (842 group c list) চাকরি পেয়েছেন ৫৭ জন! শুক্রবার সাবিনা ইয়াসমিন এক চাকরিপ্রার্থীর মামলায় এমনই তথ্য উঠে এসেছে কলকাতা হাই কোর্টে। এ ছাড়াও উত্তরপত্রে কারসাজি করে ৭৮৫ জনের চাকরি পাওয়ার তথ্যও উঠে এসেছে৷ সেই তালিকা এ দিন দুপুরে প্রকাশও করে এসএসসি। তার পরে বিকেলেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নোটিশ প্রকাশ করে পর্ষদ। নীচে ক্লিক করে সেই দুটি লিস্ট দেখে নিতে পারবেন!

842 group c list(ডাউনলোড লিঙ্ক নীচে)

842_group_c_list
842_group_c_list

চাকরি বাতিল করে বিচারপতি ঐ দিন শূন্য পদে নিয়োগের জন্য নির্দেশও দিয়েছেন। তিনি ১০ দিনের মধ্যে ঐ শূন্য পদে যাতে নিয়োগ করা হয় সেই নির্দেশও দিয়েছেন! তিনি বলেছেন, অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্ট থেকে ঐ শূন্য পদে ২৫ মার্চের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। তবে যাঁরা অপেক্ষমান তালিকা থেকে অবৈধ ভাবে মেধা তালিকায় ঢুকেছেন, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাঁদের বিবেচনা করা যাবে না।

এসএসসি-র আইনজীবী সুতনু পাত্র কোর্টে জানিয়েছেন, অপেক্ষমান তালিকা ভাল ভাবে যাচাই করার পর পুরো প্রক্রিয়া ২৫ মার্চের মধ্যে না-ও শেষ হতে পারে। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “আপনারা অন্তত সময়ের মধ্যে প্রথম দফার কাউন্সেলিং শেষ করুন।”

কিন্তু একটা জিনিস যেটা ভাবাচ্ছে এসএসসিকেও সেটা হল ,আদও ওয়েটিং লিস্ট থেকে কি ঐ শূন্য পদ পূরণ করা সম্ভব হবে? কারণ ২০১৬ আরএলএসটি’র নিয়োগ অনেক আগেই শেষ হয়েছে। তারপর অনেক প্রার্থীই অন্য চাকরিতে চলে গিয়েছেন। তাই ওয়েটিং লিস্টে থাকলেও কতজন আসবেন, সেটা ভবিষ্যৎই বলবে।

জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে। তাই কোনও জেলায় কম, কোনও জেলায় বেশি প্রার্থী থাকতেই পারে। সেক্ষেত্রে শূন্যপদে নিয়োগের জন্য ফের ইন্টারভিউ নিতে হতে পারে এসএসসিকে।

WB_Primary_42500_panel
842 group c list

আদালতের একের পর এক নির্দেশের জেরে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০০০ এর কাছাকাছি। এই শূন্যপদ পূরণের জন্য ওয়েটিং লিস্ট থেকে প্রার্থী নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। তবে, তথ্য বলছে, এত সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টেও পর্যাপ্ত প্রার্থী নেই। কারণ কিছু দিন আগেই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের ওএমআর- এ কারচুপি ধরা পড়েছিল!

ফলে সেখান থেকেও অনেক প্রার্থী বাদ যাবে! তাই এমনটা হলে ফের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে এটা অনেক সময় অপচয়ের ব্যাপার! কিছু ক্ষেত্রে একেবারেই প্রার্থী না থাকায় সেই শূন্যপদগুলি পরবর্তী নতুন নিয়োগ প্রক্রিয়ার সময় যোগ করা হতে পারেও বলে মনে করা হচ্ছে!

এখন চাকরি বাতিলের পরে ঐ শূন্য পদে যোগ্য ওয়েটিং দের নিয়োগ নিয়ে পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। সেই আপডেট পেতে এখানে ক্লিক করুন।

FAQs

এখনও অব্দি গ্রুপ সি তে কত জনের চাকরি বাতিল হল?

৮৪২ জনের চাকরি বাতিল হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়ায় !

আরও কি চাকরি বাতিল হতে পারে গ্রুপ সি?

হ্যাঁ, সংখ্যাটা আরও বাড়তে পারে! যে সমস্ত রিপোর্ট এবং খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে আরও প্রায় ৩৪১ জনের চাকরি বাতিল হতে পারে ! কিন্তু সেটা এখন কোলকাতা হাই কোর্ট ঠিক করবে!

প্রাইমারিতে এখনও অব্দি কত জনের চাকরি বাতিল হল?

প্রায় সংখ্যাটা ২৫৬ এর কাছাকাছি! এটি ২০১৪ টেট থেকে জার নিয়োগ হয়েছিল ২০১৭ সালে!

এখনও অব্দি গ্রুপ ডি তে কত জনের চাকরি বাতিল হল?

১৯২৫ জনের চাকরি বাতিল হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায়!

আরও কি চাকরি বাতিল হতে পারে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায়?

হ্যাঁ, সংখ্যাটা আরও বাড়তে পারে! যে সমস্ত রিপোর্ট এবং খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে আরও প্রায় ৬১২ জনের চাকরি বাতিল হতে পারে ! কিন্তু সেটা এখন কোলকাতা হাই কোর্ট ঠিক করবে!

1 COMMENT

  1. Jara Sms kore chakri peyechilo
    Tader gulo ki batil hoyeche ?
    Amader samoy tatei amra জঘন্য মূর্খ মন্ত্রী পেলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here