কি হলো আজ স্যাট এ ডিএ কেস নিয়ে জানুন বিস্তারিত তথ্য।
গত ২৫ শে এপ্রিল এই মামলার শুনানিতে মাননীয়
বিচারপতি গণ রাজ্য সরকার কে বলে ছিল যে বিগত ১০ বছরের ডিএ হিসাব দিতে তাই আজ মামলাটি ছিলো স্যাট এ শুনানি কিন্তু আজ মামলাটি স্যাট এ উঠেনি , কারণ কলকাতা হাইকোর্টের যে কর্মবিরতি চলছে তার প্রভাব স্যাট এ পড়েছে, তাই ডিএ মামলার পরবর্তী শুনানি ০৮/০৫/২০১৯ ধার্য্য হয়েছে। এখন দেখার বিষয় সেই দিন মামলা উঠে কি না।
কলকাতা হাই কোর্ট আগেই ৭ তারিখের শুনানিতে
জানিয়েছিল যে এই মামলাটি ২ মাসের মধ্যে স্যাট নিষ্পত্তি করতে হবে।