স্নাতক – স্নাতকোত্তরে একটি পরীক্ষা ,জুনে উচ্চ মাধ্যমিক, সবাই পাস

graduation-undergraduate-hs-exam-2020
graduation-undergraduate-hs-exam-2020

গতকালকের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন যে,‘উচ্চ মাধ্যমিকের স্থগিত তিনটি পরীক্ষা আমরা জুনে করাব। একাদশ শ্রেণিতেও প্রচুর পড়ুয়া। ওদের তিনটি পরীক্ষা বাকি আছে। তবে ক্লাস ইলেভেনের যে-সব পড়ুয়া বার্ষিক পরীক্ষায় বসেছিল, তাদের সবাই পাশ। রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ ও সেমেস্টার পরীক্ষা হবে। বাকিরা এক ধাপ করে এগিয়ে যাবে।’

এই নিয়ে বেশ কিছু স্নাতক-স্নাতকোত্তর ছাত্রছাত্রিদের মনে প্রশ্ন জেগেছে যে, তাহলে তাঁদের কোন কোন সেমিস্টার দিতে হবে বা আর কোন কোন সেমিস্টার দিতে হবে না ? এই নিয়ে আমারা সাম্ভাব্য কিছু উত্তর খুঁজে পেয়েছি সেই গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আপনাদের সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। কিন্তু এর জন্য কিছু দিন আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে ।

 

# একাদশে সবাই পাশ !
# উচ্চ মাধ্যমিকে তিনটে স্থগিত পরীক্ষা জুনে মাসে হবে ! 
# কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টার হবে না ! 
# স্নাতক – স্নাতকোত্তরে শুধু শেষ বা ফাইনাল পরীক্ষা নেওয়া হবে !
## উদাহরণ স্বরূপ ##
# কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে স্নাতক চূড়ান্ত বর্ষের  পরীক্ষা হবে । যেমন পার্ট থ্রি/ষষ্ঠ সেমেস্টার !
বাকি সেমিস্টার গুলো এক ধাপ করে এগিয়ে যাবে, কোনও পরীক্ষা ছাড়া !
# স্নাতকোত্তরে চতুর্থ সেমেস্টার পরীক্ষা হবে !
# দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়ারা এক ধাপ এগোবে !
##  পড়ুয়ারা চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের (সিবিসিএস) নির্দেশিকা মেনেই একটা সেমেস্টার করে এগিয়ে যাবে ! ##

 

নীচের ভিডিওটি দেখতে পারেন আরও পরিস্কার তথ্য পাওয়ার জন্য ↓↓

 

স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট খবর পড়তে এখানে ক্লিক করুন

TO READ ALL WBSSC AND UPPER PRIMARY NEWS CLICK HERE