আজ সকালে যখন থেকে আপনাদের কে জানানো হয়েছে ncte এর শংসাপত্র দেবার খবরটি ঠিক তখন থেকে অনেকে প্রশ্ন করছেন কিভাবে এই সার্টিফিকেট পাবো।সেটা আপনাদেরকে জানাবো ঠিক তার আগে জানায় যে শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি বৈধ কি না তা জানতে নয়া পোর্টাল খুলল এনসিটিই৷ ওই পোর্টালে দেখা যাবে শিক্ষক প্রশিক্ষণের সংশাপত্রের এনসিটিই’র অনুমোন আছে কি না৷ হবু শিক্ষকদের সমস্যা সমাধানে এখন থেকে অনুমোদিত কলেজের লেখা সার্টিফিকেট দেবে এনসিটিই৷ মর্মে জারিও হয়েছে বিজ্ঞপ্তি৷ কিন্তু তার জন্য 200 টাকা করে দিতে হবে।
কীভাবে পাবেন শিক্ষক প্রশিক্ষণের NCTE বৈধ সার্টিফিকেট?আপনাদেরকে বলতে চাই এই পুরো বিষয় টি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
তার কিছু তথ্য নিম্নে দেওয়া হল।
General Instructions:-
1. Candidates should register through online portal www.ncte.gov.in/otprms, with
the OTP sent to mobile number/email.
2. After that, fill the relevant details such as Personal Details, Academic details including Teacher Education Profile.
3. After confirmation of details entered, proceed to payment (Rs.200/- for verification of each programme, irrespective of the social category of the candidate)
4. After final submission, application shall be forwarded automatically to the
concerned Regional Office for verification. For this, five working days have been earmarked for the office.
5. After due verification, a computer-generated certificate shall be displayed in
the login of the candidate, that will be available for print purposes. A text message shall be sent to candidate’s mobile number in this regard.
Sample
6. There is no need to send any hard copy of the application submitted, same shall
not be entertained.
7. For any technical query, please mail at: mail@ncte-india.org with the Subject Caption: OTPRMS Query……………