প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল

0
11

screenshot 20190521 0947361599074010700988208

প্রতীক্ষার অবসান ৷ প্রকাশিত হল ২০১৯ মাধ্যমিকের ফলাফল ৷ আজ সকাল ৯ টায় ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ ৷ এটা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, এরপরই দ্বিতীয় স্থানে কলকাতা

এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাশ ৷ প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ দ্বিতীয় স্থানে রয়েছে দুইজন ৷ ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় আলিপুরদুয়ারের ফলাকাটা হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা ৷

সকাল ১০টার পর থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ ফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

এছাড়াও

www.wbbse.org

www.wb.allresults.nic.in

www.examresults.net

www.indiaresult.com

www.result.shiksha

www.exametc.com

ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। WB <রোল নম্বর> 54242/ 56263/58888 নম্বরে পাঠিয়ে দিলেই ফল জানতে পারা যাবে বলে জানা গিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here