{Fantastic News} Madhyamik Marksheet 2020,Madhyamik Certificate Distribution

0
40

Already Madhyamik 2020 Result Declared by WBBSE on 15th Of July.Now Its Time To Distribute Madhyamik Marksheet 2020 and Madhyamik Certificate Distribution.

Madhyamik Marksheet 2020,Madhyamik Certificate Distribution

গতকাল প্রকাশিত হয়েছে Madhyamik 2020 এর রেজাল্ট । এবার Madhyamik Marksheet 2020 এবং Madhyamik Certificate Distribution এর পালা । জানা গিয়েছে আগামী ২২ এবং ২৩ তারিখে স্কুল থেকে এই Mark sheet এবং Certificate বিতরণের কাজ শুরু হবে । অভিভাবকরা নির্দিষ্ট প্রমান সাপেক্ষে নিজেদের ছেলে-মেয়েদের Madhyamik এর Mark sheet এবং Certificate নিয়ে আসতে পারবেন।

Madhyamik Marksheet 2020

অভিভাবকরা নিজেদের ছেলে-মেয়েদের Madhyamik এর এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে আনতে হবে Madhyamik এর Mark sheet এবং Certificate সংগ্রহ করতে । এই নিয়ে আরও বিশদে আপডেট পেতে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbse.org ভিজিট করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে এই মুহূর্তে । এখানে ক্লিক করে সেই সমস্ত খবরাখবর দেখে নিতে পারবেন।

Madhyamik Certificate Distribution
Madhyamik Certificate Distribution

FAQs

কবে মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়া হবে ?

আগামী ২২ এবং ২৩ তারিখে স্কুল থেকে এই সার্টিফিকেট বিতরণের কাজ শুরু হবে ।

কবে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে ?

আগামী ২২ এবং ২৩ তারিখে স্কুল থেকে এই মার্কশিট বিতরণের কাজ শুরু হবে ।

ছাত্রছাত্রীরা কি এই মার্কশিট এবং সার্টিফিকেট আনতে স্কুলে যাবে ?

না । না । কোনও ক্রমে ছাত্রছাত্রীদের কে স্কুলে যেতে হবে না। শুধুমাত্র অভিভাবকরা স্কুলে যাবেন এই মার্কশিট এবং সার্টিফিকেট আনতে ।

অভিভাবকরা কি কি ডকুমেন্ট নিয়ে স্কুলে যাবেন এই মার্কশিট এবং সার্টিফিকেট আনতে ?

অভিভাবকরা নিজেদের ছেলে-মেয়েদের Madhyamik এর এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন। এর সঙ্গে আভিভাবকের প্রমান পত্র ।

কোনও অসুবিধা হলে ?

উপরে দেওয়া নোটিশে ফোন নাম্বার থেকে সাহায্য নিতে পারবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here