মামলায় গেরোয় আটকে রয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগ৷ প্রতি বছর শিক্ষক নিয়োগ পরীক্ষা না হওয়ায় তুমুল অসন্তোষ রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে৷ এবার পুরসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দিলেন, নতুন করে শিক্ষক নিয়োগ হবে কি না, তিনি তা সাফ জানিয়ে দেন।
আজ নবান্ন দীর্ঘ মন্ত্রীদের সঙ্গে বৈঠক এ বসেন মাননীয়া মূখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মিটিং শেষে যখন তিনি বেরিয়ে আসেন তখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানে শিক্ষকদের নিজের জেলায় বদলি প্রসঙ্গে বলতে গিয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে কি না, সেই প্রশ্নের জবাব দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হয়, শিক্ষক নিয়োগের বিষয়ে কিছু হল ? এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘নিয়োগ…কি নিয়োগ ?’
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে নতুন শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন যে, মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা শিক্ষা দপ্তরের বিষয়৷ শিক্ষা দপ্তর বলবে৷ আমি যদি সব বলে দিই তাহলে ওরা কি করবে? এটা ধারাবাহিক পদ্ধতি৷ এটা চলতেই থাকে৷’’
অপর দিকে কর্মরত শিক্ষক এবং নতুন শিক্ষক দের জন্য আগেই যে বিরাট ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিদ্ধান্ত এর উপর সিল মহর পরে আজ মন্ত্রী সভার বৈঠকে। ফলে এবার শিক্ষকরা নিজের জেলাই শিক্ষিকতা কাজ করতে পারবেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে নীচের ভিডিও টি দেখুন
আরও খবর পড়ুন নীচের টাইটেল এ ক্লিক করে
1)প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে ,এখানে ক্লিক করুন
2) স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে ,এখানে ক্লিক করুন
3) পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেত, এখানে ক্লিক করুন


![[PDF]wb panchayat recruitment 2024 apply online date,west bengal panchayat recruitment 2024 pdf wb_panchayat_recruitment_2024_apply_online_date](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wb_panchayat_recruitment_2024_apply_online_date-218x150.jpg)
![[6652]wb panchayat recruitment 2024,West Bengal Gram Panchayat Recruitment Notification 2024 for 6652 Vacancies wb_panchayat_6652_post](https://www.wbedu.in/wp-content/uploads/2024/02/wb_panchayat_6652_post-218x150.jpg)
![[PDF]WB special educator recruitment 2023 || Vacancy details || West Bengal Special Educator Recruitment 2023 WB_special_educator_recruitment_2023](https://www.wbedu.in/wp-content/uploads/2023/09/WB_special_educator_recruitment_2023-218x150.jpg)
![[Official] WB ANM GNM Exam 2023 Official Answer key,WB ANM GNM Answer Key 2023,very big news WB_ANM__GNM_Exam_2023_Official_Answer_key](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_ANM__GNM_Exam_2023_Official_Answer_key-218x150.jpg)
