ট্রেনিং প্রাপ্ত হবু শিক্ষকদের এবার শংসাপত্র দেবে ncte

OTPRMS
OTPRMS

হবু শিক্ষকদের জন্য বিরাট খবর । কোনও স্কুলে চাকরির আবেদন করলে, নিয়োগকারী স্কুল সাধারণত জানতে চায়, ওই শিক্ষকরা যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেই কেন্দ্র ncte অনুমোদিত কি না। তাই এবার সেই কাজ আরও সহজ করতে ncte নোটিশ জারি করে জানিয়েছে যে, এবার থেকে অনুমোদিত কলেজ লেখা সার্টিফিকেট দেবে তারাই।

 

অনেক সময় যখন কোনও চাকরিপ্রার্থী চাকরিতে যোগ বা ইন্টারভিউ দিতে যান তখন নিয়োগকারী সংস্থা জানতে চায় যে তিনি যেখান থেকে ট্রেনিং কমপ্লিট করেছেন সেই কেন্দ্র এনসিটিই অনুমোদিত কি না। অনুমোদিত কলেজ লেখা সার্টিফিকেট সংশ্লিষ্ট হবু শিক্ষককে পেতে হলে অবশ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর মাধ্যমে অনুমোদনহীন কলেজ, ভুয়ো কিংবা জাল মার্কশিটের রমরমা ঠেকাতে চাইছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থাটি।

Screenshot 2019 07 30 OTPRMS

http://ncte.gov.in/OTPRMS/Login.aspx?ReturnUrl=%2fOTPRMS LINK 

জানা যাচ্ছে যে দেশে এখনও ভুয়ো কলেজের রমরমা বেড়েই চলেছে।ফলে মোটা টাকার বিনিময়ে অনেকে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে চাকরীতে যোগ দান করতে গিয়ে জানতে পারছেন যে ঐ সংশ্লিষ্ট কলেজের কোনও ncte অনুমোদন নেয়।ফলে সমস্যায় পড়ছেন চাকরিপ্রার্থীরা।

Annotation 2019 07 30 093037

SampleCertificate
কীভাবে পাওয়া যাবে এই শংসাপত্র?

Ncte জানিয়েছে, যে সব হবু চাকরিপ্রার্থীরা হয় পড়ছেন বা পাশ করে গিয়েছেন, তাঁদের অনলাইন টিচার রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য প্রত্যেককে ২০০ টাকা করে অনলাইনে জমা দিতে হবে। নাম নথিভুক্ত এবং ফি জমা দেবার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন ঐ শংসাপত্র তৈরি হয়ে যাবে । এবং চাকরিপ্রার্থীরা ঐ শংসাপত্রের প্রিন্ট আউট বের করে নিতে পারবেন প্রার্থীরা।

তবে মাথায় রাখতে হবে যে , অনলাইনে নিজের নাম নথিভুক্ত করার সময় চাকরিপ্রার্থী যে কলেজ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, তার নামও উল্লেখ করতে হবে। যদি দেখা যায়, সেটি ncte অনুমোদিত নয়, তাহলে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না।