[ NEW mAadhaar APP ] প্লে-স্টোরে হাজির নতুন ‘আধার অ্যাপ’, কী কী সুবিধা থাকছে এতে দেখে নিন !

0
39

চালু হল নতুন মোবাইল আধার অ্যাাপ । uidai চালু করল মোবাইল আধার এর নতুন সংস্করণ । কি থাকছে এই নতুন সংস্করণ তা আমরা দেখে নেব । আজকের সময়ে আধার কার্ড কাছে থাকাটা খুবই জরুরি।কিন্তু সবসময় হার্ড কপি নিয়ে রাখা সম্ভব হয়ে উঠে না। তাই এবার মোবাইল অ্যাাপ এর মাধ্যমে আপনি আধার কার্ড সবসময় নিজের কাছে রাখতে পারবেন এবং সেটা প্রয়োজনে কোথাও দরকার পড়লে সেটা ব্যবহার ও করতে পারবেন। এছাড়াও এর সঙ্গে আরও কাজ করতে পারবেন এই অ্যাাপ এর মাধ্যমে ।

mAadhaarAds

১) আপনাকে আর কোথাও আধার কার্ডের হার্ড কপি নিয়ে ঘুরতে হবে না। এর বদলে mAadhaar অ্যাপ ডাউনলোড করলেই হবে। তাতেই আধার সংক্রান্ত যাবতীয় সার্ভিস সুবিধা পাবেন এই অ্যাাপ এর মাধ্যমে।

২) এই অ্যাপের মাধ্যমে নিজের বায়োমেট্টীক তথ্য সুরক্ষিত রাখতে , আপনার যখন ইচ্ছা আপনার বায়োমেট্রিক ‘লক’ বা ‘আনলক’ করতে পারবেন।

৩) আপনার আধার ডিটেলস QR code-এর মাধ্যমে কারও সঙ্গে শেয়ার করতে পারবেন। তাতে, ডেটা লিক হওয়ার সম্ভাবনা কমে যাবে।

 

Screenshot 2019 11 27 mAadhaar – Apps on Google Play

৪) ঠিকানা আপডেট করা, ঠিকানা রিপ্রিণ্ট করা। 

৫) ইমেল যাচায় করা । 

৬) অফলাইনে ই কওআইসি করা যাবে।

৭) ১৩ টি ভাষা সহ বাংলা ভাষায় কাজ করা যাবে।

গুগল পে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে অ্যাপটি। এই অ্যাাপ এ আপনার সমস্ত তথ্য থাকবে ।যেমন , আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর  ইত্যাদি।

CLICK HERE TO READ ALL TEACHERS RECRUITMENT RELATED NEWS

CLICK HERE TO READ PRIMARY TET RELATED NEWS

CLICK HERE TO CALCULATE SALARY IN 6TH PAY COMMISSION

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here