Home WB PRIMARY TET বর্ধিত বেতন ক্রমে সিনিয়রিটির সুবিধা হারানোর আশঙ্কা প্রাথমিক শিক্ষকদের ! কি বলছে...
বেতন বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষকরা দীর্ঘ দিন ধরে আন্দোলন ও অনশনের পর গত 26 জুলাই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পরে প্রকাশিত হয়েছিল সরকারি নির্দেশিকাও । কিন্তু কিছু বিষয় নিয়ে বিভিন্ন dpsc শিক্ষা দপ্তরের কাছে ক্লারিফিকাশন এর জন্য আবেদন জানায়।সেই মত গত কালকে শিক্ষা দপ্তর থেকে ক্লারিফিকাশন এর নোটিশ প্রকাশিত করা হয়েছে।সেই নোটিশ লক্ষ্য করলে দেখা যাচ্ছে 2014 এবং 2017 সালে নিযুক্ত শিক্ষকদের বেতন এক হয়ে যাচ্ছে। আবার প্রবীণ শিক্ষকদের বেতন নবীনদের তুলনায় কম বাড়ছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি করেছেন যে,যদি এই ভাবে বর্ধিত বেতন ক্রম কার্যকর করা হয় তাহলে সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন প্রাথমিক শিক্ষকরা । এমনই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে বেতন ক্রম বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে ৷CAS- এর সুবিধা সমস্ত প্রবীণ শিক্ষক পাবেন কি না সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে।নোটিশে বলা হচ্ছে কিছু শিক্ষক এর সুবিধা পাবেন।
ওপর দিকে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো এর দিকে লক্ষ্য করলে দেখা যাবে,2010,2014,2017 সিনিয়ারটি এর বেতনের গ্যাপ টা কমে আসছে।ফলে ফলে কাদের কে ঐ cas benefit দেওয়া হবে সেটাও পরিস্কার করার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষকেরা।
বেতন বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও অনশনের পর গত 26 জুলাই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রকাশিত হয়েছিল সরকারি নির্দেশিকাও । সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2600 থেকে বেড়ে হয়েছিল 3600 টাকা । আর অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2300 থেকে বেড়ে হয়েছিল 2900 টাকা । কিন্তু শুধু গ্রেড পে বৃদ্ধি বাদ দিয়ে প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে কোন কিছু স্পষ্ট করে বলা ছিল না ওই নির্দেশিকায় । স্বাভাবিকভাবেই বেতন বাড়ার পরে পে-ফিক্সেশন কী হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল । যার কোনও উত্তর এত দিন পাওয়া যায়নি । অবশেষে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে জেলা থেকে আসা একাধিক প্রশ্নের উত্তর দিল স্কুল শিক্ষা দপ্তর ।
Click here to see primary teacher new salary hike calculator
স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, গ্রেড পে এর সঙ্গে সঙ্গে ROPA-2009 অনুযায়ী ন্যূনতম ব্যান্ড-পেও বাড়াতে হবে । এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, ROPA-2009 অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের initial pay in pay band 6240 টাকা ,সেটা বেড়ে 7440 টাকা হবে এবং অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের initial pay in pay band 5860 থেকে বেড়ে হবে 6700 টাকা হবে ।
ফলে ক্লারিফিকাশন আসার পরও প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কেমন একটা ধোঁয়াশা রয়ে গেল,এক প্ৰাথমিক শিক্ষিক জানিয়েছেন যে,এবার এই ধোঁয়াশা কমল মাত্র বেতন বৃদ্ধি হাতে পেলেই দূর হবে,তাছাড়া নয়।
আবার কিছু কিছু প্ৰাথমিক শিক্ষক প্রশ্ন তুলেছেন যে ,জানা যাচ্ছে পে কমিশন 1.1.2016 থেকে লাগু হবে ফলে তাঁদের ক্ষেত্রে এখন যে বেতন বৃদ্ধি হল সেটা ধরা হবে নাকি পুরাতন basic pay ধরা হবে??
এই নিয়ে ও প্রাথমিক শিক্ষকদের মধ্যে ধোঁয়াশা চরমে!!!
শিখাদপ্তর থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে,সেপ্টেম্বর থেকেই প্রাথমিক শিক্ষকরা বর্ধিত হারে বেতন পাবেন।Click below to see new slary hike calculator for primary school teacher
নতুন ক্লারিফিকাশন অনুসারে প্রাথমিক শিক্ষক দের বেতন দেখতে এখানে ক্লিক করুন।
What do you mean by CAS benefit?
CAS benefit of primary teacher kichu kichu teacher paba. CAS benefit ki ? Janala valo hoi.