করোনার জেরে বিশ্ব তথা দেশের পরিস্থিতি উদবেক জনক । এমন সময় রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছে । তাঁরা নোটিশে জানিয়েছে যে রাজ্যের পরিস্থিতি দেখে “লক ডাউনের” গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছে। এবার এই পরিস্থিতিতে সাধারন মানুষের মনে প্রশ্ন জাগবে যে,এই সময় কি কি কাজ করা যাবে এবং কোন কোন কাজ করা একদম নিষিদ্ধ । নীচে নোটিশটি দেওয়া আছে । একটু অপেক্ষা করলে চলে আসবে। নীচে ↓↓
যদি আপনাদের মনে এই “লক ডাউনের” নিয়ে কোনও প্রশ্ন জাগে বা এই “লক ডাউনের” কি এই নিয়ে বিষদে জানতে এখানে ক্লিক করুন।
এই “লক ডাউনের” চলবে ২৩/০৩/২০২০ বিকেল ৪ টা থেকে ২৭/০৩/২০২০ রাত্রি ১২ টা অব্দি।
