{1216}Primary 1216 Panel List | Primary Panel 2nd List,very big updates

2
219

Primary 1216 Panel List:- You already aware that West Bengal Board Of Primary Education {WBBPE} has already declared 2014 Primary Merit List.15,284 number of vacancies in the posts of Primary teachers in West Bengal out of the total declared vacancies of 16500 posts will be made from the 1st merit list,left 1216 vacancies are fill from court case petitioners(738,if court ordered in favor of them) plus the remaining candidates who had submitted online applications but are not included in the above merit list on the basis of merit.All details updates and news are provide below.

Primary 1216 Panel List | Primary Panel 2nd List

পর্ষদের নোটিশ অনুযায়ী প্রথম তালিকায় ১৫,২৮৪ জনের নাম আছে। বাকি ১,২১৬ টি শূন্যপদ কোর্টের উপর নির্ভর করছে ।কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে যে প্রার্থীরা অফলাইনে আবেদন জমা করেছিলেন, তাঁদের তালিকা এখনও প্রকাশ হয়নি। বাড়তি নম্বর দিলে অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭৩৮ জন প্রার্থী ২০১৪ সালে টেটে উত্তীর্ণ হতে পারেন !

Final_result_of_16500_teachers_recruitment
Final_result_of_16500_teachers_recruitment


কিন্তু যেহেতু বিষয়টি এখন কলকাতা হাইকোর্টের বিচারাধীন হওয়ায় তাঁদের আপাতত প্রথম মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে খবর। প্রশ্ন ভুল মামলা থেকে মামলাকারীদের ঐ ৬ নাম্বার অ্যাডিশনাল যুক্ত হলে তাঁরা পাস করছে বলে খবর।এই রকম পাস করা কেস পিটিশনার সংখ্যাটি হল ৭৩৮ জন।

Primary 1216 Panel List বা Primary Panel 2nd List এ কাঁদের স্থান হতে পারে ??

এখন যেহেতু এটা কোর্টে বিচারাধীন তাই এখনই বলা কঠিন কি হতে পারে ।কিন্তু পারস্পারিক বিষয় গুলো দেখলে এটা বোঝা যাচ্ছে যে ,অফলাইন আবেদনকারীদের মধ্যে যে প্রার্থীরা তাঁদের মেধাতালিকায় {নিজের বিষয় এবং ক্যাটেগরিতে অনুসারে }থাকা সর্বশেষ চাকরিপ্রার্থীর সমান বা তাঁর থেকে বেশি নম্বর পেয়েছেন, তাঁদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে। সেজন্য তাঁদের অবশ্যই ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম {as amended up to date} }মোতাবেক যোগ্যতা পূরণ করতে হবে। এছাড়াও যাঁরা অনলাইনে আবেদন করেছিলেন এবং মেধার ভিত্তিতে এই তালিকায় স্থান পাননি, এই নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের জন্যও শূন্যপদ ১,২১৬ টি ফাঁকা রাখা হয়েছে।

অর্থাৎ যদি সহজ ভাবে বিষয়বস্তু গুলো পর্যালোচনা করা যায় তাহলে এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে

*১) পিটিশনররা কেস জিতলে,৭৩৮ টি শূন্যপদ পিটিশনারের দিয়ে পূর্ণ করা হবে সঙ্গে ৪৭৮ ফ্রেশারদের দিয়ে পূর্ণ করা হবে যারা এখন এই প্রথম মেরিট লিস্টে স্থান পাননি। {১২১৬=৭৩৮+৪৭৮ }

**২) পিটিশনররা কেস হারলে ঐ ১,২১৬ টি শূন্যপদ ফ্রেশারদের দিয়ে পূর্ণ করা হবে যারা এই প্রথম মেরিট লিস্টে স্থান পাননি ।

Disclaimer:- *,** এর তথ্য গুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামত,এর সঙ্গে ফাইনাল রেজাল্ট নাও মিলতে পারে।

WB_Primary_Final_Result
WB_Primary_Final_Result

To get updates about primary teachers recruitment and latest updates about court case>> click here

কবে প্রকাশিত হতে পারে Primary Panel 2nd List বা Primary 1216 Panel List ??

যেহেতু এটা,Primary 1216 Panel List টি সম্পূর্ণ কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর নির্ভর করছে তাই মনে করা হচ্ছে এই Primary Panel 2nd List সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের প্রথম দিকে আসতে পারে।

Primary_Teachers_recruitment_in_West_Bengal
Primary_Teachers_recruitment_in_West_Bengal

Which Document Are Required For Primary Teachers Recruitment Counselling ?

নীচের যে Documents গুলো দেওয়া আছে তাঁর প্রত্যেক নিয়ে ৫ টি করে সেট করবেন। প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স সহ সেল্ফ অ্যাটেস্টেড করে নেবেন,ডেট দেবেন না,যখন অফিসে যাবেন তখন ডেট দেবেন বা অফিসে গিয়ে যখন কাউনস্নেলিং হবে তখন সেল্ফ অ্যাটেস্টেড করবেন এবং সঙ্গে ডেট দেবেন, অবশ্যই সঙ্গে অরিজিনাল গুলোও রাখবেন। আগামী কাল থেকে Counselling হবার সম্ভবনা রয়েছে।

  • Madhyamik Examination Admit Card and/ Birth Certificate {D.O.B Certificate }
  • All educational qualifications mark sheet (MP,HS,GRADUATION,MA etc).
  • All educational qualifications certificate (MP,HS,GRADUATION,MA etc).
  • D.EL.Ed or B.Ed Or Training Mark sheet & Certificate.
  • TET Admit
  • TET Qualified Result{Print out}
  • Identity Proof (Epic/Aadhaar card/Driving License/Passport etc)

Primary Panel 2nd List

BOARD West Bengal Board Of Primary
STATEWest Bengal
RECRUITMENT NAMEPRIMARY TEACHER
FROM 2014 TET PASS+ TREND
VACANCY 16,500
1ST MERIT LIST 15,284
1st Counselling Expected to Start from 17/02/2021
LEFT VACANCY1,216
Date Of Second Merit List Publication Very soon ,Expected date are share above of this post
SALARY CLICK HERE {DETAILS UPDATES}
OFFICIAL SITE www.wbbpe.org
Primary 1216 Panel List

FAQs

when will be the second merit list would be published ?

Expected in February lats or march 1st week.

Vacancy of Primary 2nd panel ?

1216.

Salary of a Primary school Teachers ?

Around 33,500,click here to get details updates.

Total vacancy is ?

16500

First merit list vacancy is ?

15,284

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here