প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানী আজ কলকাতা হাইকোর্টে !

2
86

This Post Contents

আজ ১৯ শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে প্রাথমিকে ভুল প্রশ্ন মামলা থেকে নিয়োগ প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না, সেই নিয়ে গুরুত্বপূর্ণ শুনানী আছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট গত ১৪ ই আগস্ট এই মামলার শুনানীতে কোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে,কেন দীর্ঘ প্রায় এক বছর পার হয়ে গেলেও এই মামলা থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা গেল না সেটা স্বশরীরে হাজিরা দিয়ে প্রাথমিক পর্ষদের সচিবকে জানাতে হবে ।

বসির আমহেদ প্রাথমিকে ভুল প্রশ্ন মামলার অগ্রগতি দেখেতে এখানে ক্লিক করুন।

ফলে আজ এই কেসের দিকে তাকিয়ে আছে হাজার হাজার চাকরিপ্রার্থীরা। কারন প্রাথমিক পর্ষদের শিক্ষা সচিব আজ ভুল প্রশ্ন মামলা থেকে শিক্ষক নিয়োগের বিষয়ের আদালতকে কি জানায় সেটা দেখার বিষয় । হয়তো বা আজ ভুল প্রশ্ন মামলা থেকে শিক্ষক নিয়োগ করার বেপারে আজ কোনও গুরুত্বপূর্ণআপডেট বেরিয়ে আসতে পারে!

Primary teachers recruitment will complete soon in west Bengal said chairman CLICK HERE TO KNOW MORE 

কলকাতা হাইকোর্ট গত ৩ রা অক্টোবর ২০১৮ সালে ভুল প্রশ্ন মামলার রায়ে জানিয়ে দেয় যে,যারা মামলাকারী আছেন তাঁদের প্রত্যেকের খাতা ৬ নাম্বার দিয়ে পুনঃমুল্যায়ন করতে হবে। সেক্ষেত্রে তাঁরা যদি পাস মার্কস পায় তাহলে প্রাথমিক পর্ষদকে তিন মাসের মধ্যে তাঁদের কে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিযুক্ত করতে হবে। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও তাঁদের নিয়োগ নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসছিল না ফলে তারা আবার কলকাতা হাইকোর্টে “contempt of court orders ” case ফাইল করে। যা গত ১৪ ই আগস্ট হাইকোর্টের শুনানীতে প্রাথমিক পর্ষদের সচিবকে আজ ১৯ শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট স্বশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত।

ফলে আদালতে সচিব কি জানায় ভুল প্রশ্ন থেকে শিক্ষক নিয়োগ করার বিষয়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।

অন্য দিকে ভুল প্রশ্নও নিয়ে কোলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় ক্ষোভ প্রকাশ করে  সুপ্রিম কোর্ট । ঐ দিন সুপ্রিম কোর্ট প্রাথমিক পর্ষদ এর দাখিল করা SLP  খারিজ করে জানিয়ে দেয় যে, এই মামলা নিয়ে কোলকাতা হাইকোর্টের নির্দেশ বলবত থাকবে। সুপ্রিম কোর্টের প্রশ্ন করেন যে  কেন  এক বছর পার হয়ে যাবার পরও নিয়োগ নিয়ে কিছু বলছে না পর্ষদ, সেই নিয়ে বেজায় অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত।

আজ প্রাথমিকে ভুল প্রশ্ন মামলাটি  মাননীয়া জাজ SAMAPTI CHATTERJEE বেঞ্চ এ উঠতে চলেছে এবং প্রথম দিকে আছে। ফলে আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এই মামলা থেকে বলে আসা করা যাচ্ছে।

screenshot 20190919 0742446513096886488005645

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here