[PDF] Primary TET 2022 Guidelines || WB Primary TET 2022 Venue List in PDF -ইন্টারনেট বন্ধ প্রাথমিকের টেটে,very big news

0
89

This Post Contents

Primary TET 2022 Guidelines – আজকে পর্ষদের তরফ থেকে ২০২২ সালের টেট পরীক্ষা নিয়ে এক গুরুত্বপূর্ণ সিধান্ত সামনে এসেছে। প্রশ্ন পত্র ফাঁস রুখতে,পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৬ দফা (TET 2022 Guidelines) গাইডলাইন জারি করেছে প্রাথমিক পর্ষদ। রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরীক্ষার সময় যে পথ নিয়েছিল পর্ষদ এবং কাউন্সলিং এবার ঠিক একই পথ নিতে চলছে পর্ষদ বলে খবর। জানা গিয়েছে এবার প্রাথমিকের টেট(Primary TET 2022) পরীক্ষা চলাকালীনও হয়তো বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

ইতিমধ্যেই সেই ১৬ দফার গাইডলাইন প্রতিটি জেলার জেলাশাসককে এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর বলে খবর সামনে এসেছে।

Primary TET 2022 Guidelines

  • আগামী ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট।
  • মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই প্রাথমিকের টেটেও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে!
  • রাজ্যজুড়ে ১৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে প্রাথমিকের টেটের পরীক্ষা।
  • মোট পরীক্ষা দেবে রাজ্য জুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী।
  • দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোট আড়াই ঘণ্টার হবে এই পরীক্ষা।
  • প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে।
  • প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের থাকবেন পুলিশের আধিকারিকরা।
  • পরীক্ষা চলাকালীন সময় জেরক্সের দোকানগুলি বন্ধ থাকবে।
  • মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতোই লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।
  • মোবাইল ফোন বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে পারবেন না।
  • পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
  • পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে।
  • প্রশ্নপত্র পৌঁছনোর আগেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করতে হবে।
  • পরীক্ষার দিনে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না হয়।
  • পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য দফতরের আধিকারিকদেরও মোতায়েন করতে হবে।
  • অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে।
Primary TET 2022 Guidelines
Primary TET 2022 Guidelines

তবে শুধুমাত্র স্পর্শকাতর এলাকাতেই ইন্টারনেট বন্ধ রাখার কথা ভাবা হয়েছে। এর আগেও রাজ্য জুরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই একই পন্থা নিয়েছিল সংশ্লিষ্ট বোর্ড এবং কাউন্সলিং। পড়ে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় কোলকাতা হাইকোর্টে। সেখানে রাজ্যকে হোঁচট খেতে হয়। তাই এবারের যে সিধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যের সব যায়গায় নয় ,শুধুমাত্র স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। কোন কোন সেন্টারের এলাকা স্পর্শকাতর,সেই সংক্রান্ত একটি রিপোর্টও তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

জানা গিয়েছে যে লিস্ট পর্ষদ তৈরি করেছে সেখানে ৪০% সেন্টারকেই স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

 WB Primary TET 2022 Venue List in PDF
WB Primary TET 2022 Venue List in PDF{file image}

WB Primary TET 2022 Venue List in PDF

রাজ্য জুরে প্রায় ১৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে এবারের প্রাথমিকের টেটের পরীক্ষা।সেই নিয়ে বিভিন্ন লিস্ট (অফিশিয়াল নয়)আমরা হাতে পেয়েছিল। সেই সমস্ত লিস্টে রাজ্য জুরে জেলা ভিত্তিক নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি আপনার জেলার WB Primary TET 2022 Venue List in PDF- এ পেতে চান তাহলে নীচে ক্লিক করুন। মনে রাখবেন এটা কোনও অফিশিয়াল লিস্ট নয়।

2014_Primary_TET_Result_with_Marks
2014_Primary_TET_Result_with_Marks

ডিটেলস আপডেট পেতে এখানে ক্লিক করুন

Primary TET 2022 Guidelines

Board NameWBBPE
StateWest Bengal
Exam Date11/12/2022
ClassI-V
Center Count1453
Primary Teachers SalaryClick Here
Result and NoticeClick Here
Exam Time12PM – 2.30 PM
WB Primary TET 2022 Venue List in PDF

FAQs

টেট পরীক্ষা ২০২২ কবে শুরু হচ্ছে?

রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা ১১/১২/২০২২ তারিখে শুরু হচ্ছে।

টেট পরীক্ষার জন্য কতগুলো সেন্টার থাকবে ?

প্রায় 1453 টি সেন্টার থাকবে এবারের প্রাথমিক টেট পরীক্ষার জন্য।

অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে ?

পরীক্ষা শুরুর ১ সপ্তাহ আগে।

অ্যাডমিট কার্ড অনলাইনে না অফলাইনে দেওয়া হবে?

অনলাইনে দেওয়া হবে টেট পরীক্ষা ২০২২ এর অ্যাডমিট কার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here