Primary TET 2022 Updated Venue List-বোর্ড(WBBPE) TET-2022 ভেন্যুগুলির কয়েকটির নাম/ঠিকানায় অমিল/ত্রুটি খুঁজে পেয়েছে। এই সমস্যাটি সমাধানের জন্য এবং প্রার্থীদের দ্বারা ইতিমধ্যে ডাউনলোড করা TET-2022 অ্যাডমিট কার্ডগুলিতে উল্লেখিত স্থানগুলির নাম/ঠিকানাগুলি সংশোধন করার জন্য, বোর্ড সংশ্লিষ্ট প্রার্থীদের মনোযোগের জন্য এই জাতীয় স্থানগুলির সঠিক নাম/ঠিকানাগুলিকে অবহিত করছে৷ প্রার্থীরা যদি সংশোধিত নাম/ঠিকানা সহ তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে চান তবে তাদের তা করার অনুমতি দেওয়া হবে।
আগামী ১১ ডিসেম্বর (রবিবার) প্রাথমিকে নিয়োগের টেট। তার আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৪৩টি পরীক্ষাকেন্দ্র (ভেনু) বদলের কথা জানানো হয়েছে।
Primary TET 2022 Updated Venue List




পরীক্ষার দু দিন আগে ৪৩টি পরীক্ষাকেন্দ্র বদল করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ! বৃহস্পতিবার প্রকাশিত (Primary TET 2022 Updated Venue List) হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। পর্ষদের তরফে জানানো হয়েছে ঠিকানা সংক্রান্ত কিছু বিভ্রাটের কারণেই এই পদক্ষেপ। এর ফলে যে সমস্ত পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের পরীক্ষাকেন্দ্র ঠিকানা নিয়ে অসুবিধা রয়েছে তাঁরা নতুন করে পর্ষদের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হতে পারে।