বিগত 2 বছর ধরে টেট পরীক্ষা না হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের দানা জমছে।এর মাঝে আজ অবিলম্বে প্রাথমিকে টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের দাবি জানিয়ে deled চাকরিপ্রার্থীরা আন্দোলনে নামলো।
দক্ষিণ দিনাজপুর জেলার deled চাকরিপ্রার্থীরা জানিয়েছে, 2017 সালে টেট পরীক্ষা নেওয়ার জন্য ফর্ম ফিলাপ করা হলেও সেই পরীক্ষা নিয়ে সরকারের তরফে কিছুই ঘোষণা করা হয় নি।
আবার এই টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশের জন্য কলকাতা হাইকোর্টে মামলা ও চলছে। সেখানে কোর্ট জানতে চায় কি কারণে ফর্মের জন্য টাকা নেয়া সত্ত্বেও চাকরী পরীক্ষার জন্য দিনক্ষণ প্রকাশিত হল না।
আবার 19 শে আগস্ট কলকাতায় টেট এর দিনক্ষণ প্রকাশ সহ বিভিন্ন দাবি জানিয়ে আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচির ডাক নিয়েছে চাকরিপ্রার্থীরা।