[ধর্না শুরু] আজকের শিক্ষক নিয়োগ মামলা ,আপার প্রাইমারির কোর্ট কেস শুনানির আপডেট

Malda_2009_Primary_Teachers_Recruitment_Panel
Malda_2009_Primary_Teachers_Recruitment_Panel

আজ শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল কোলকাতা হাইকোর্টে এবং সেই দিকেয় তাকিয়ে ছিলেন হাজার হাজার হবু শিক্ষকরা ।

আজ কোর্টের ৩৯ নম্বর কোর্টে,২ নাং সিরিয়ালে ছিল এই আপার প্রাইমারি মামলারটি । আজ আশা করা হচ্ছিল যে কোনও পজিটিভ ডেভেলপমেন্ট হবে এই কেস নিয়ে ।

কিন্তু আজ কোনও উত্তর বেরিয়ে এল না কোর্ট থেকে । এই মামলাটি আবার কোর্টে উঠবে শুনানির জন্য । জানা গিয়েছে এই কেসটি আবার আগামী ২০ ই মার্চ ফের শুনানির জন্য উঠবে কোর্টে।

এই দিকে আজ ঐ আপার প্রাইমারির মামলা নিয়ে কোনও না আসায়,আপার প্রাইমারির চাকরীপ্রার্থীরা প্রেস ক্লাবের সামনে ধর্নায় বসে পরেন বলে জানা গিয়েছে। 

[আরও পড়ুন — আপার প্ৰাইমারী শিক্ষক নিয়োগ নিয়ে আশার আলো !]

উল্লেখ্য, আপার প্রাইমারীতে শিক্ষক নিয়োগের জন্য ২০১৫ সালের ১৬ আগস্ট গোটা রাজ্য জুড়ে টেট পরীক্ষা নেয় এসএসসি। এরপর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টার্ভিউ নেওয়া হয়।তার পর টেনটেটিভ মেরিট লিস্ট প্রকাশ করে ডব্লিউবিএসএসসি। সেই লিস্ট নিয়ে বিস্তর অভিযোগ জমা পরে এসএসসি এর কাছে ,হয় মামলাও । আজই ছিল সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি।

 

আরও কিছু তথ্য বিস্তারিত ভাবে দেওয়া হবে একটু পরে ……

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE