This Post Contents
গত ২৫ শে জুলাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা এবং ২৬ শে জুলাই শিক্ষা দপ্তরের নোটিশ প্রকাশের মধ্যে দিয়ে জানা গিয়েছিল যে ,প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ১ লা আগস্ট থেকে কার্যকর হতে চলেছে। কিন্তু সেপ্টেম্বর মাসে সেই বর্ধিত বেতন না পেয়ে বেশ হতাশই হয়েছেন কয়েক লক্ষ প্রাথমিক শিক্ষক।
কবে মিলবে বর্ধিত বেতন ?? এই প্রশ্ন এখন দানা বাঁধতে শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষকদের মনে ।
বিভিন্ন ভাবে যে খবর গুলো বেরিয়ে আসছে তা তে জানা গিয়েছে,শিক্ষা দপ্তর প্রস্তাবিত বর্ধিত ফিটমেন্ট ফ্যাক্টর এর বেনিফিট সংক্রান্ত বিষয়টি আটকে রয়েছে অর্থ দপ্তরের কাছে। তাই সংশোধিত বা বর্ধিত বেতন এই মাসে দেওয়া যায়নি। এই ফিটমেন্ট ফ্যাক্টর বেনিফিট দিলে নতুনদের সঙ্গে পুরনো শিক্ষকরাও সুবিধা পাবেন।অর্থাৎ বেতন বৃদ্ধির হার সবার ক্ষেত্রে একই রকম হবে।
এই নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র একটি সংবাদ পত্র কে জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই রাজ্যের ঘোষণা মতন বেতন বৃদ্ধি হবে। দেরি হলেও বকেয়া টাকা সরকার মিটিয়ে দেবে। তবুও এই বর্ধিত বেতন যাতে দ্রুত দেওয়া শুরু করা হয়, সরকারের কাছে সেই আর্জি রাখছি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আরও যে সমস্ত বিষয় গুলো সামনে এসেছে সেগুলি হল–
১)প্রাথমিক শিক্ষকদের বেতন ১.২৪ নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বাড়বে।
২)নতুন পুরাতন উভয় শিক্ষিকরা এর সুবিধা পাবেন।
৩) ফিটমেন্ট ফ্যাক্টর বেসিক না পে বেন্ডের সঙ্গে গুন হবে। এখনও অব্দি যেটা জানা যাচ্ছে সেটা পে বেন্ডের সঙ্গে গুন হবে ।
৪) আগষ্ট এবং সেপ্টেম্বর(এখনও বেতন হতে কিছু দিন বাকি আছে)বেতন এরিয়ার হতে পারে।
৫) পে প্রোটেকশন থাকবে না।
প্রাথমিক শিক্ষকদের নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়টি নিয়ে এখন অর্থ দপ্তরে বিবেচনা করছে। কারণ বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে বেতন বৃদ্ধি দুটি জিনিস আলাদা। তাই ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলে,অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা সরকারের খরচ হবে।তাই সরকার এ নিয়ে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
আপনাদের সুবিধার্থে একটি স্যালারি ক্যালকুলেটর নীচে দেওয়া হল যেটা ফিটমেন্ট ফ্যাক্টর ১.২৪ অনুসারে করা আছে।
To calculate your salary with fitment factor calculator click here