Shramshree Scheme Apply-মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমশ্রী প্রকল্প শুরু, পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার!

Shramshree-Scheme-Apply
Shramshree-Scheme-Apply

মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমশ্রী প্রকল্প শুরু, পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার

Shramshree Scheme Apply-বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ‘ভাষা-সন্ত্রাস’ ও আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘শ্রমশ্রী’ প্রকল্প বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করা। প্রকল্পের আওতায় প্রত্যেক পরিযায়ী শ্রমিক মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান পাবেন।

মাঠপর্যায়ে শুরু হয়েছে কাজ{Shramshree Scheme Apply}

মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ নির্দেশকে বাস্তবায়িত করতে কোনও রকম দেরি করতে চায়নি শ্রম দফতর। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, শ্রমশ্রী পোর্টাল চালু হতে এখনও দু-এক দিন সময় লাগলেও, আপাতত অফলাইনেই কাজ শুরু করা হয়েছে। শ্রম দফতরের প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে ইতিমধ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করবেন। প্রাথমিকভাবে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে এই কাজ শুরু হয়েছে, যেখানে আক্রান্ত হয়ে বহু শ্রমিক ফিরে এসেছেন।

Shramshree-Scheme-Apply
Shramshree-Scheme-Apply

সমন্বিত পুনর্বাসন প্যাকেজ

‘শ্রমশ্রী’ প্রকল্প কেবল একটি মাসিক অনুদান নয়, এটি পরিযায়ী শ্রমিকদের জন্য একটি সমন্বিত পুনর্বাসন প্যাকেজ। প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সুবিধা এক বছরের জন্য দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত তাঁদের নতুন কাজের ব্যবস্থা হয়। এর পাশাপাশি, ফিরে আসা শ্রমিকদের দক্ষতা অনুযায়ী ‘উৎকর্ষ বাংলা’-এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাঁদের ‘জব কার্ড’ এবং লোনের ব্যবস্থাও থাকবে।

Shramshree Scheme Apply- এছাড়াও, এই প্রকল্পের অধীনে শ্রমিকরা রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা পাবেন। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এবং শিক্ষাশ্রীর মতো প্রকল্পগুলো তাঁদের জন্য নিশ্চিত করা হবে। যাঁদের থাকার জায়গা নেই, তাঁদের জন্য কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করা হবে এবং শিশুদের স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হবে।

রাজ্যের শ্রম দফতর সূত্রে খবর, বর্তমানে ‘কর্মসাথী’ পোর্টালে ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত আছে। যদিও মনে করা হয়, এই সংখ্যা আরও অনেক বেশি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এখনও নিজেদের নাম নথিভুক্ত করেননি, তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই উদ্যোগ পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং সম্মানের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম কলকাতায় ফিরলে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক কর্মসূচিও গ্রহণ করা হবে।

Shramshree Scheme 2025 Apply Now-শ্রমশ্রী প্রকল্প ২০২৫ সম্পূর্ণ আবেদন পদ্ধতি ও সুবিধা!-এখানে ক্লিক করে জানুন

Shramshree-Scheme-2025-Apply-Now
Shramshree Scheme Apply

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here