[PDF]South 24 Parganas 2009 Primary Panel List-South 24 Parganas জেলার 2009 এর Results,very big news

8
3353

South 24 Parganas 2009 Primary Panel List-কোর্টের নির্দেশের পর অবশেষে ১৩ বছর পরে আজকে South 24 Parganas জেলার 2009 এর Results প্রকাশিত হয়েছে। এই মাত্র খবর পাওয়া গিয়েছে যে South 24 Parganas DPSC এই লিস্ট প্রকাশ করেছে। South 24 Parganas DPSC তে South 24 Parganas 2009 Primary Panel List টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। আপনরা সেখানে গিয়ে সেই লিস্ট দেখে আসতে পারবেন। প্রাথমিক পর্ষদ আগেই ঘোষণা করেছিল তাঁরা কোর্টের নির্দেশ মতন খুব তাড়াতাড়ি এই লিস্ট প্রকাশ করবে।

2009 South 24 Parganas Primary Panel List সম্পূর্ণ লিস্ট PDF আকারে এখানে শেয়ার করা হয়েছে, আপনারা এখানে ক্লিক করে সেই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন(in serial no 131 )।

South 24 Parganas 2009 Primary Panel List

South_24_Parganas_2009_Primary_Panel_List
South_24_Parganas_2009_Primary_Panel_List

প্রাথমিক ভাবে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় ১৫০৬ জনের নামের লিস্ট জারি করা হয়েছে,যেহেতু খবর টা এই মাত্র পাওয়া গিয়েছে তাই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে সম্পূর্ণ আপডেটের জন্য। বাকিদের একটু সমস্যা থাকায় লিস্ট দেওয়া হয়নি,তবে খুব শীঘ্রই প্রকাশিত করা হবে বাকিদের নামও।

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার রায় দানে হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, মেধার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা (প্যানেল) প্রকাশ করে দু-সপ্তাহের মধ্যে (WB Primary 2009 South 24 Parganas Panel list) প্রাথমিক শিক্ষা পর্ষদকে ১৮৩৪ জনের এই নিয়োগ সম্পন্ন করতে হবে।

South_24_Parganas_2009_Primary_Panel_List
South_24_Parganas_2009_Primary_Panel_List

আরও নিউজ পড়তে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে- এখানে ক্লিক করুন। ২০১৭ সালের সংরক্ষিত কোটার ৮২ নম্বর প্রাপ্তদের টেট প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের উত্তীর্ণ বলে ঘোষণা করেছে পর্ষদ,সেই লিস্ট দেখতে এখানে ক্লিক করুন। এর সঙ্গে ২০১৭ এর রেজাল্টও প্রকাশ করেছে পর্ষদ। রেঙ্ক অনুসারে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

8 COMMENTS

  1. 2009 সালের পরীক্ষার হয়েছে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? কিভাবে জানা যাবে তো নম্বর পেয়েছি।

  2. 2009 সালের পরীক্ষার হয়েছে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? কিভাবে জানা যাবে তো নম্বর পেয়েছি।১৯৯৭ সালে মাধ্যমিক পরীক্ষায় স্টার(৬০৪) পাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বসে আছি। ফোন

  3. ২০০৯ এর আমি একজন পরীক্ষার্থী
    আমার প্রাপ্ত নম্বর জানতে চাই

  4. আমি 2009 এর একজন পরীক্ষার্থী
    আমার প্রাপ্ত নম্বর জানতে চাই
    কিভাবে 2009 এর সম্পূর্ণ তালিকা দেখতে পাবো ?

  5. আমি 2009 এর একজন পরীক্ষার্থী
    আমার প্রাপ্ত নম্বর জানতে চাই
    কিভাবে 2009 এর সম্পূর্ণ তালিকা দেখতে পাবো ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here