vvpat মামলা খারিজ সুপ্রিম কোর্টে,ধাক্কা বিরোধীদের

ভিভিপ্যাট রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

২১টি রাজনৈতিক দলের ভিভিপ্যাট রায় পুনর্বিবেচনার আর্জি  খারিজ করা হয় । তাঁরা যে ৫০% বুথে ভিভিপ্যাট স্লিপ পরীক্ষার আবেদন জানিয়েছিল তা আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

গত ৮ এপ্রিল সুপ্রিম কোর্ট তার রায়ে প্রতিটি লোকসভা আসনের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্র-পিছু পাঁচটি করে বুথে এখন যে কোনও ইভিএমের সঙ্গে যে কোনও ভিভিপ্যাট যন্ত্রের জোড় পরীক্ষানিরীক্ষার অনুমতি দিয়েছিল। ২১টি বিরোধী দলের তরফে সেই রায় খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল। তাঁর জানিয়েছিল যে অন্তত ৫০ % বুথে ভিভিপ্যাট স্লিপ পরীক্ষার করা হোক ,আজ সুপ্রিমকোর্ট তা খারিজ করে দিয়েছে ।

এই মামলায় নির্বাচন কমিশনের বক্তব্য শোনা হয় , কমিশন জানায় সব মেশিন গোনা সম্ভব নয় বলে জানায় ।