হবু শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলতি মাসেই ,বাকীদের কবে ?

0
18

২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে যে নটিফিকেশান জারী হয়েছিলো এবং পরীক্ষা হয়েছিল

২০১৫ সালে। সেই পরীক্ষার কিছু ভূল প্রশ্ন নিয়ে মামলা হয় । পরে আদালত ২০১৮ সালের

৩ রা অক্টোবর রায় দীয়ে জানিয়ে দেয় যে , মামলাকারী প্রার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা

করেছিলেন, তাঁদের পুরো  নম্বর দিতে হবে ও যোগ্য বলে বিবেচিত হলে নিয়ম মেনে তিন

মাসের মধ্যে নিয়োগ করতে হবে ৷

screenshot 20190927 0723443130249091962162869

গত কাল পর্ষদ নোটিশ প্রকাশ করে জানিয়ে দেয় যে, প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলাতে টেট

পাস করা আবেদনকারী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন  হবে চলতি মাসের ৭ তারিখে এবং

সময় দেওয়া হয়েছে বেলা ১১টা থেকে ৫ টা অব্দি । ডকুমেন্ট ভেরিফিকেশন  এর জন্য

যে ১৬ টি ডকুমেন্ট লাগবে তা পর্ষদ উল্লেখ করেছে তাঁদের নোটিশে ।

NOTIFICATION FOR VERIFICATION OF DOCUMENTS TESTIMONIALS OF THE

উল্লেখও এই মামলা নিয়ে প্রথমে ১৭৫ জন মামলাকারীর মধ্যে ১২৫ জনের রেজাল্ট প্রকাশ

করে পর্ষদ কিন্তু পরে যে  সমস্ত ভ্যাকেসনী  নোটিশ বের হয় সেখানে ১৩০ জনের নাম প্রকাশ

করে পর্ষদ। ফলে বাকী ৪৫ জনের কি হবে তা এখনও জানা যায়নি ,কিন্তু সেটা জানা যাবে

আগামী ১৫ ই নভেম্বর । কারণ ঐ দিন ভূল প্রশ্নও মামলাটি আবার কোলকাতা হাইকোর্টে

উঠবে বলে জানা গিয়েছে।

TO READ LATEST NEWS ABOUT PRIMARY TEACHERS RECRUITMENT AND

COURT CASE UPDATER CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here