২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে যে নটিফিকেশান জারী হয়েছিলো এবং পরীক্ষা হয়েছিল
২০১৫ সালে। সেই পরীক্ষার কিছু ভূল প্রশ্ন নিয়ে মামলা হয় । পরে আদালত ২০১৮ সালের
৩ রা অক্টোবর রায় দীয়ে জানিয়ে দেয় যে , মামলাকারী প্রার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা
করেছিলেন, তাঁদের পুরো নম্বর দিতে হবে ও যোগ্য বলে বিবেচিত হলে নিয়ম মেনে তিন
মাসের মধ্যে নিয়োগ করতে হবে ৷
গত কাল পর্ষদ নোটিশ প্রকাশ করে জানিয়ে দেয় যে, প্রাইমারি টেট প্রশ্ন ভুল মামলাতে টেট
পাস করা আবেদনকারী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে চলতি মাসের ৭ তারিখে এবং
সময় দেওয়া হয়েছে বেলা ১১টা থেকে ৫ টা অব্দি । ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য
যে ১৬ টি ডকুমেন্ট লাগবে তা পর্ষদ উল্লেখ করেছে তাঁদের নোটিশে ।
উল্লেখও এই মামলা নিয়ে প্রথমে ১৭৫ জন মামলাকারীর মধ্যে ১২৫ জনের রেজাল্ট প্রকাশ
করে পর্ষদ কিন্তু পরে যে সমস্ত ভ্যাকেসনী নোটিশ বের হয় সেখানে ১৩০ জনের নাম প্রকাশ
করে পর্ষদ। ফলে বাকী ৪৫ জনের কি হবে তা এখনও জানা যায়নি ,কিন্তু সেটা জানা যাবে
আগামী ১৫ ই নভেম্বর । কারণ ঐ দিন ভূল প্রশ্নও মামলাটি আবার কোলকাতা হাইকোর্টে
উঠবে বলে জানা গিয়েছে।
TO READ LATEST NEWS ABOUT PRIMARY TEACHERS RECRUITMENT AND