টেটে প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে বিরাট জয় রাজ্যের

0
18

টেটের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল বলে অভিযোগ তুলে মামলা করেছিলেন কিছু চাকরিপ্রার্থী।সেই মামলার দীর্ঘ চার বছর পর শাপমুক্তি হল প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং টেটের প্রশ্ন ফাঁস মামলায় হাইকোর্টে বিরাট জয় রাজ্যের।
পরীক্ষা বাতিলের আবেদন খারিজ হওয়ায় রাজ্যে নিযুক্ত চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের বড়োসড়ো আইনি জট কাটল।

 

আপনারা জানেন যে 2015 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন পত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে বলে অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন কিছু চাকরিপ্রার্থী।

দীর্ঘ সওয়াল জবাবের পর গত বছর সেপ্টেম্বর মাসে শেষ হয় টেট মামলার শুনানি। তারও সাড়ে দশ মাস পর রায় ঘোষণায় কলকাতা পুলিশের চার্জশিটকেই মান্যতা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে প্রশ্ন ফাঁসে সিবিআই তদন্তের আবেদন খারিজ করা হয়।
সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত স্বস্তিতে রাজ্যের নিযুক্ত হওয়া চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক।

 

বিস্তারিত তথ্য কোর্ট অর্ডার সহ

Annotation 2019 08 11 215541

Annotation 2019 08 11 215627DISCLAIMER: SCREENSHOT FROM COURT ORDER COPY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here