DI দের বিরুদ্ধে ফের ক্ষোভপ্রকাশ পার্থবাবুর, শিক্ষকদের বদলি নিয়ে প্রশ্নও পার্থবাবুর

0
25

dsfd 1জেলার স্কুল পরিদর্শকদের (DI) ভূমিকা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরে কাছে ঠিক মতো রিপোর্ট পাঠাচ্ছে না বলে অভিযোগ তুলেন। আগেও এই রকম অভিযোগ উঠেছিলো যখন এসএসসির শূন্য পদ নিয়ে এমন অভিযোগ উঠে এসেছিলো। স্কুলের আপডেট শূন্য পদ শিক্ষা  দপ্তরের কাছে আসছে  না ফলে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হচ্ছে। কারণ অনেক সময় দেখা গিয়েছে যে এসএসসি নিয়োগ পত্র হাতে পেয়েও চাকরীপ্রার্থীরা  সেই সমস্ত স্কুলে সেই বিষয়ে শূন্য পদ না থাকায় যোগ দিতে পারছিলেন না। এবং এর প্রধান কারণ হিসাবে জানা যায় শিক্ষা দপ্তরের সঙ্গে স্কুলের শূন্য পদ আপডেট না হওয়া। 

তাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ডিআই দেরকে নিয়মিত স্কুল পরিদর্শন করতে হবে এবং তার রিপোর্ট শিক্ষা দপ্তরকে পাঠাতে হবে।

এই দিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, পক্ষপাতিত্ব ঠেকাতে শিক্ষকদের বদলি বিষয় সংক্রান্ত কোনও ব্যাপারে শিক্ষক সমিতির হাতে দায়িত্ব দেওয়া হবে না। শিক্ষকদের বদলি সমস্ত বিষয়টি অনলাইনে হবে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে শিক্ষকরা যে সংগঠনের সঙ্গে যুক্ত থাকুক না কেণ কারুর সঙ্গে যে পক্ষপাতিত্ব না করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here