তৃতীয় ফেজই কি আপার প্রাইমারির ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ ?

0
14

তৃতীয় ফেজ শেষ হবার পর কি চতুর্থ ফেজ হবে ? কবে হবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন?

যতদিন যাচ্ছে আপার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে তত নতুন আপডেট আসছে। গতকাল আপনাদের কে সিট বৃদ্ধি নিয়ে আপডেট দিয়েছিলাম।সিট ১৩০৮০ টি থেকে প্রায় ১৫০০ বৃদ্ধি পেয়ে ১৫০০০ এর কাছাকাছি হতে পারে । কিন্তু এই বিষয়ে কমিশনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি ।
চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া । ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ফেজ মিলে প্রায় ২৩০০০ জনকে ভেরিফিকেশন এর জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন ৪ জুন থেকে শুরু হয়েছে তৃতীয় ফেজের ভেরিফিকেশন । যা চলবে ১২ জুন পর্যন্ত।
এরপর কি চতুর্থ ফেজের ভেরিফিকেশন হবে ? প্রশ্ন উঠছে তৃতীয় ফেজে ডাক না পাওয়া প্রার্থীদের মনে । চতুর্থ ফেজ হবে কি না তা এখন স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি কমিশন । তৃতীয় ফেজে বহু প্রার্থী ডাকা হয়েছে তাই চতুর্থ ফেজ না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা যাচ্ছে।
তবে তৃতীয় ফেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত চতুর্থ ফেজ নিয়ে কমিশনের কোনও চিন্তাভাবনা নেই সেটা স্পষ্ট করেছে কমিশন।
এর মধ্যে যেটা জানা যাচ্ছে জুলাই মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে ssc । ফলে নতুন এক দু-মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here