UPPER PRIMARY COURT CASE HEARING

icds_supervisor_result_2021_West_Bengal
icds_supervisor_result_2021_West_Bengal

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ  সংক্রান্ত কোর্ট কেসের শুনানি ছিল আজ কোলকাতা হাইকোর্টে । সেই নিয়ে অনেক চাকরিপ্রার্থী আশায় ছিলেন যে, আজ হয়তোবা কিছু হবে। কারণ দীর্ঘ দিন  ধরে তাঁরা অপেক্ষা করে আছেন। কিন্তু না আজও কিছু ইতিবাচক কিছু হল না । এই মামলার শুনানি ফের পিছিয়ে গেল । ফলে চাকরিপ্রার্থী ফের আরও একবার হতাশ হলেন । 

আজ আপার প্রাইমারী কেসের শুনানি ৩৯ নম্বর কোর্টে ছিল। আজ তিনটের পর শুনানি শুরু হবার কথা ছিল কোলকাতা হাইকোর্টে এই কেস নিয়ে। জানা গিয়েছে যে , পিটিশোনারদের পক্ষের অ্যাডভোকেট  আদালতে এসে বিচারপতির কাছে এই মামলার শুনানির জন্য পরবর্তী ডেট চান । কোর্ট সেই মত তাঁদের দাবি মঞ্জুর করে আগামী  ২৫ ফেব্রুয়ারী এই কেসের শুনানির জন্য পরবর্তী দেয় । ফলে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ঐ সমস্ত হাজার হাজার চাকরিপ্রার্থীদেরকে ।

 

আমাদের ফেস বুক পেজ এ জয়েন হতে এখানে ক্লিক করুন( ওখানে শিক্ষক নিয়োগ এর গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়  )

 

 

20200218 082720

শিক্ষকদের হাজিরা সহ ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে এবার অনলাইনে ব্যবস্থা !

 

 

উল্লেখ্য, আপার প্রাইমারীতে শিক্ষক নিয়োগের জন্য ২০১৫ সালের ১৬ আগস্ট গোটা রাজ্য জুড়ে টেট পরীক্ষা নেয় WBSSC । এরপর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টার্ভিউ নেওয়া হয় এবং প্রভিশোণাল  মেরিট লিস্ট প্রকাশ করা হয় । এর পর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে জোট শুরু হয় । কিছু মামলাকারী আদালতে  অভিযোগ তুলে মামলা করে যে,  ইন্টারভিউতে প্রশিক্ষিত প্রার্থীদের না ডেকে অপ্রশিক্ষিত প্রার্থীদের ডেকেছে SSC(এসএসসি)।  সঙ্গে এও অভিযোগ তুলা হয় ইন্টারভিউ রেশিও ১ঃ১.৪ মানা হয়নি এবং সঠিক  প্রভিশোণাল  মেরিট লিস্ট প্রকাশ হয়নি। আদালত এই সমস্ত অভিযোগের পরিপেক্ষীতে SSC(এসএসসি) অভিযোগ জমা নেওয়ার নির্দেশ দেয় । সেই মত অভিযোগ জমাও পরে । এর পর ঐ সমস্ত অভিযোগ নিয়ে আদালতে শুনানি শুরু হয় ।

যার কয়েকটা শুনানির পর আজ ফের শুনানি ছিল আদালতে । কিন্তু আজ শুনানি পিছিয়ে যায় এবং আগামী  ২৫ ফেব্রুয়ারী এই কেসের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য হয় বলে জানা গিয়েছে ।

 

প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন