বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসি এর । এই বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারকে অপসারিত করা হয়েছে গতকাল এবং এই নিয়ে রাজ্যের মধ্যে আলোচনা তুঙে । ঠিক তাঁর মাঝে আজ ছিল আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ মামলার শুনানি। আর এই শুনানির দিকে তাকিয়ে ছিলেন হবু শিক্ষকদের একটা বড় অংশ। কিন্তু না আজ এল না আপার কিছু সবুজ সংকেত ।
এদিন দুই তরফের বক্তব্য শোনার পরে আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ২১ তারিখ। আজকের আপার প্রাইমারির শুনানি ফের পিছিয়ে যাওয়াতে হতাশ পরীক্ষার্থীরা । কারণ তাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষক হবার জন্য অপেক্ষায় আছে। যদিও অনেকটাই প্রসেস কমপ্লিট কিন্তু আদালতের নির্দেশ না মেলায় প্রকাশিত হচ্ছে না ফাইনাল মেরিট লিস্ট। ফলে চাকরীপ্রার্থীরা হতাশায় ভুগছেন । এখন আবার আগামী ২১ তারিখের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই।
![[PDF] WBSSC Upper Primary School List In West Bengal- List Of Schools Upper Primary Level WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal-218x150.jpg)
![[Merit list]WB Upper Primary merit List,wbssc upper primary merit list,upper primary merit list 2023 WB_Upper_Primary_merit_List](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_Upper_Primary_merit_List-218x150.jpg)



