আজ শুক্রবার ছিল উচ্চ প্রাথমিকে টেট মামলার কেসের শুনানি।মূলত কমিশনের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ তুলে একদল চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কোর্ট এই মামলার জন্য উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ রেজাল্ট বেরকরার জন্য স্টে অর্ডার দিয়েছে ইতিমধ্যে।
আজ চাকরিপ্রার্থীরা আশায় বুক বেধেছিলেন যে আজ হয়তো এই কেসর স্টে অর্ডার উঠে যাবে কিন্তু না ফের হবু শিক্ষকদের হতাশ করে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন পিছিয়ে গেল। পরবর্তী শুনানি চলতি মাসের ২২ তারিখ। সম্ভবত ওই দিন এই মামলার রায় দিতে পারে আদালত।
এই দিকে আজ স্কুল সার্ভিস কমিশন ফাইনাল ভক্যান্সি লিস্ট পাব্লিশ করে দিয়েছে আপার প্রাইমারীর জন্য। সেই খবর দেখতে এখানে ক্লিক করুন।
তবে যে পরিমান ফাইনাল ভক্যান্সি বের করেছে তাতে বেজায় অখুশি চাকরিপ্রার্থীরা । কারণ তারা এর চেয়েও আরোও কিছু শুন্য বাড়বে এই আসা করেছিল।


![[Download-PDF]WBSSC Special Educator Notification 2025: Complete Details & Latest Updates,very big news WBSSC Special Educator Notification 2025](https://www.wbedu.in/wp-content/uploads/2025/09/WBSSC-Special-Educator-Notification-2025-218x150.jpg)


