[কড়া ধমক] আপার প্ৰাইমারী কেস, সব পক্ষকে হাজিরার নির্দেশ

0
21

আজ ছিল আপার প্রাইমারী কেসের শুনানী কলকাতা হাইকোর্টের 39 নাম্বার বেঞ্চে,10 নাম্বার সিরিয়ালে। কিন্তু আজ এই কেস আসার আগেই কলকাতা হাইকোর্টের উক্ত বেঞ্চে শুনানী শেষ হয়ে যাওয়ায় মামলাটি কলকাতা হাইকোর্টে উঠে নি। তাই এই মামলাটি আগামী 4ই ফেব্রুয়ারি 2020 সালে মামলাটি শুনানীর জন্য দিন ফিক্স করা হয়।

সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

–::: এখানে ক্লিক করুন :::–

কিন্তু আজ এই মামলাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছে। মাননীয়া বিচারপতি মৌসুমী ভট্রাচার্য মেডাম পরিস্কার ভাবে জানিয়েছে যে,আগামী শুনানীর দিনে সব পক্ষকে হাজির থাকতে হবে এবং নিজের বক্তব্য পেস করতে হবে। ফলে আশা করা যাচ্ছে যে, ঐ দিন হয়তোবা এই আপার প্ৰাইমারী মামলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে আসলেও আসতে পারে !

হাজার হাজার হবু শিক্ষকরা সেই দিকেয় তাকিয়ে থাকবে, কারণ দীর্ঘ দিন ধরে তারা কোর্টের দিকে তাকিয়ে আছে। কবে এই মামলার শুনানী শেষ হয়ে নিষ্পত্তি হবে। এবং কবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ পাবে।

 

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

পে কমিশন নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

ডীএ নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

পে কমিশনের  ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেতে এখানে ক্লিক করুন 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here