কি বেরিয়ে এলো কোর্ট থেকে দেখুন ,আড়াই লক্ষ টেট পরীক্ষার্থীর ভাগ্য জুলে ছিল আজ হাইকোর্টে ?

0
19

আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের ১৭ নম্বর কোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে দিকে তাকিয়ে লক্ষ্য লক্ষ্য আপার প্রাইমারি পরীক্ষার্থী৷ আজ চূড়ান্ত নির্দেশ দেওয়ার সম্ভাবনা ছিল।

কিন্তু আজ কোর্টে এই কেস নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসে নি। যেটা জানতে পারা গিয়েছে যে এই কেসটি আবার ১৬ আগস্ট কলকাতা হাই কোর্টে উঠবে।
২০১৫ সালের ১৬ আগস্ট এই অপার প্ৰাইমারী পরীক্ষা হয় । এবং এই পরীক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণহীন উভয় চাকরিপ্রার্থী পাস করে। কিন্তু কিছু চাকরিপ্রার্থী অভিযোগ তুলে যে পর্যাপ্ত প্রশিনক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থী থাকা সত্ত্বেও কেন প্রশিনক্ষণহীন চাকরিপ্রার্থী দের কে ইন্টারভিউতে ডাকা হয়।

Ncte নিয়ম অনুযায়ী যদি উভয় পরীক্ষার্থী পরীক্ষা দেয় এবং পাস করে তবে আগে প্রশিক্ষণপ্রাপ্ত দের কে দিয়ে শুন্য পদ পূরণ করতে হবে।যদি দেখা যায় এর পরেও শুন্য পদ পরে রয়েছে তখন প্রশিক্ষণহীনদের কে সুযোগ দিতে হবে।

চাকরিপ্রার্থীরা আরও অভিযোগ তুলে যে ৮ ও ৯ নম্বর নম্বর ধারা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না৷ যেখানে শূন্যপদ পদ এবং মেধা তালিকা প্রকাশ করতে হয় সেই নিয়ম ও মানা হচ্ছে না বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here