{DATE}Upper primary recruitment court case updates,very big news about wbssc

0
5

এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এখানে Upper primary recruitment court case updates নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। নীচে Upper primary recruitment court case updates আরও আপডেট তথ্য তুলে ধরা হয়েছে।

Upper primary recruitment court case updates

সময়ের যন্ত্রণা কিছুতেই ঘুচতে চাইছে না আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে। আজ কোলকাতা হাইকোর্টের মাননীয়া বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করলেন।

বেশ কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কোলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল Upper primary চাকরীপ্রার্থীরা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- টেট ওয়েটেজ ক্যালকুলেশন নিয়ে, রেশিও মেনটেন নিয়ে, এবং নন ট্রেন্ড চাকরীপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা নিয়ে।

দীর্ঘ প্রায় এক বছর মামলা চলার পর অবশেষে কোলকাতা হাইকোর্ট আজকে এই মামলা নিয়ে রায় ঘোষণা করল। যে রায় বেরিয়ে এসেছে {যদিও অর্ডার কপি আমরা এখনও হাতে পাইনি} সেখানে বলা হয়েছে যে,Upper primary শিক্ষক নিয়োগ আগের প্রক্রিয়ার টিকে বাতিল করা হয়েছে।

নতুন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে মাননীয়া বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ।

Upper primary recruitment court case updates
KOLKATA-HIGH-COURT

এবং এই নতুন প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। এই প্রসেস শুরু করতে হবে জানুয়ারি মাস থেকে। নীচে কিছু সাম্ভাব্য দিনক্ষণ সামনে এসেছে সেগুল আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি।

স্টেপ গুলো নতুন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগেরঃ- {যদিও অর্ডার কপি আমরা এখনও হাতে পাইনি}

**ভেরিফিকেসন :- 4th January থেকে 5th April অব্দি চলছে security and verification.

**ইন্টারভিউ:-10th May এর মধ্যে ইন্টারভিউ

**মেরিট লিস্ট প্রকাশ :- 31 July এর মধ্যে মেরিট লিস্ট প্রকাশ।

** আমরা কোর্টের অর্ডার কপির জন্য ওয়েট করছি যদি কোনও কিছু দিনক্ষণের পরিবর্তন হয় তাহলে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে ক্লিক করে আরও খবর এবং কোর্টের অর্ডার কপি নিয়ে খবর পিডিএফ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here