wb 15000 teachers recruitment news:- স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ কবে, বিধানসভায় তা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।মঙ্গলবার শীতকালীন বিধানসভার অধিবেশনে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা জানতে চান, WBSSC(এসএসসি) নিয়োগ কবে শুরু করবে রাজ্য সরকার।
সেই সংক্রান্ত বিষয়ে উত্তর দিতে গিয়ে,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “আদালতের জট কাটিয়ে আগামী দু’মাসে ১৫ হাজার নিয়োগ হবে SSC(এস এস সি-তে)।”
wb 15000 teachers recruitment news
বিভিন্ন খবর যে ভাবে বেরিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে, এখনও প্রায় ৫০০০ চাকরিপ্রার্থীর অভিযোগের মামলা নিষ্পত্তির প্রক্রিয়া বাকি রয়েছে। ইতিমধ্যেই গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩ থেকে ১৪ হাজার চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়েছে।
৩০ নভেম্বর পর্যন্ত আরও প্রায় ১২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করেছে WBSSC। সে ক্ষেত্রে কমিশনের আশা, হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর ডিসেম্বরের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে!! এখানে ক্লিক করে নামের লিস্ট দেখতে পাবেন।
এই বিষয়ে আরও খবর আপডেট এবং নোটিশ পড়তে এখানে ক্লিক করুন।
প্রসঙ্গত, সাত বছরের বেশি সময় ধরে আটকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ,যা এখনও আইনি জটিলতায় আটকে। কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই দিকেই তাকিয়ে হাজার হাজার চাকরিপ্রার্থীরা।
কারণ মেধাতালিকা প্রকাশ করেও অস্বচ্ছতার অভিযোগে তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে মেনে চাকরিপ্রার্থীদের দু’বার ইন্টারভিউ দিতে হয়েছে ।
পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ মতোই কমিশনকে চাকরিপ্রার্থীদের অভিযোগও নিতে হয়েছে।সেই অভিযোগের সংখ্যা ও ৩০ হাজার এর মতন!! সেই গ্রিভেন্স হিয়ারিং এখনও চলছে।
এমতাবস্থায় আইনি জটিলতা কাটিয়েই নিয়োগের পক্ষপাতী রাজ্য সরকার বলে আগেই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।
আজ আরও একবার তিনি প্রশ্ন উত্তর পর্বে জানান
‘আগামী ২ মাসে SSC-তে নিয়োগ হবে, আদালতের জট কাটিয়েই SSC-তে নিয়োগ হবে।আদালতের জট কাটলে আগামী দুই মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সবটাই অনলাইনে হওয়ায় স্বচ্ছতা আছে। মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় তা বাস্তবায়িত হয়েছে।’
এছাড়াও তিনি NEP-2019(ন্যাশনাল এডুকেশন পলিসি-২০১৯) নিয়েও কথা বলেন,তিনি বলেন, “জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলেই যে মেনে নেব, তার কোনও মানে নেই। বাঙালির একটা চিন্তা শিক্ষা বিষয়ে আছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে। একতরফা ফতোয়া মানব না।”