WB Employee 50% attendance notice,West Bengal govt employee 50% attendance order copy

0
75

WB employee 50% attendance notice :- এই মুহূর্তে দেশে এবং রাজ্যে করোনার গ্রাফ উর্ধমুখী। এমন পরিস্থিতিতে দেশের কিছু নামীদামী বোর্ড পরীক্ষা স্থগিত করেছে বা বাতিল করেছে।কেন্দ্রীয় সরকার কর্মীদের হাজিরা নিয়েও নোটিশ {West Bengal govt employee 50% attendance order copy}জারি করেছে।

WB employee 50% attendance notice

আপনারা জানেন এই মূহুর্তে দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দেশে। বিভিন্ন রাজ্যে তাঁদের রাজ্যের জন্য একাধিক কর্মসূচি জারি করেছে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।

কিছু দিন আগে রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ মিটিং হয় বিভিন্ন আধিকারিক দেরকে নিয়ে । সেই মিটিং এ 11 টি পদক্ষেপের কথা উঠে আসে। ঐ সমস্ত পদক্ষেপের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ফের রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত কমিয়ে 50%{WB employee 50% attendance notice} করা হয়েছে।

এই 11 দফার নোটিশে বেশ কিছু বিষয়ে উপর নজর রাখতে বলা হয়েছে।

যেমন >> 1) সোসাইল ডিস্টেন্স মানতে হবে।মাস্ক পরতে হবে।

2) 1 সপ্তাহ আগে সমস্ত কার্যকরী অফিস সেনিটাইজ করতে হবে।

3) 2020 সালের মতন সমস্ত বাজার সেনিটাইজ করতে হবে।

WB employee 50% attendance notice>>West Bengal govt employee 50% attendance order copy

wb_employee_50%_attendence_notice
wb_employee_50%_attendence_notice

4)জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে, সেনিটাইজ করতে হবে এবং কোভিডি প্রটোকল মেনে চলতে হবে।

5) কর্মীদের হাজিরা কমিয়ে 50% করা হচ্ছে। সঙ্গে রোটেশন করে অফিসে হাজিরা দিতে হবে।

WB employee 50% attendance notice

WB_employee_50_attendance_notice
WB_employee_50%_attendance_notice

6)বাড়ি থেকে কাজে জোর দিতে হবে।

7)অফিসে মাস্ক পরিধান করে থাকতে হবে।

8)মল,মাল্টিপ্লেক্স,রেস্টুরেন্টে এ থার্মাল স্ক্যানিং এবং সেনিটাইজ এর ব্যাবস্থা রাখতে হবে।

9) পুলে কোভিড প্রটোকল মেনে চলতে হবে।

এর সঙ্গে আধিকারিক দের কে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া হয়েছে, যেন নোটিশে ব্যক্ত সমস্ত বিষয় গুলো মেনে চলতে হবে।

এই নিয়ে আরও খবর পড়তে বা নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

To read more news about West Bengal govt employee 50% attendance order copy Click Here or visit www.wbedu.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here