This Post Contents
Start WB GNM Nursing Admission 2020@wbhealth.gov.in.Latest GNM Nursing Notification 2020.Wb Health GNM Nursing 2020.GNM Nursing Admission 2020 In Kolkata.
WB GNM Nursing Admission 2020@wbhealth.gov.in
বহু প্রতীক্ষার পরে আজ প্রকাশিত হল WB GNM Nursing Admission এর নোটিশ। নোটিশে বলা হয়েছে এবার অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে GNM Nursing কোর্সে ভর্তি করা হবে।এই কোর্সটি তিন বছরের সঙ্গে ৬ মাসের ট্রেনিং হবে। নীচে এই GNM Nursing কোর্সটি নিয়ে বিস্তারিত তথ্য আপডেট দেওয়া হয়েছে।
GNM Nursing Notification
এই GNM Nursing কোর্সটির জন্য মোট ২৮১৭ টি শূন্য পদ আছে। যেটা সময়ের সঙ্গে পরে আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। এই ২৮১৭ টি শূন্য পদের মধ্যে ২৬৯২ টি হল মহিলা এবং ১২৫ টি হল ছেলেদের।
Course Name | GNM Nursing |
Department | WB HEALTH |
Seat | 2817(Might Be Increase) |
For Female | 2692 |
For Male | 125 |
Age | Between 17 to 27 Years(As On 31/12/2020) |
Educational Qualification | H.S(10+2) |
Official Website | www.wbhealth.gov.in Or Click Here |
Last Date Of Submission Of Application | 10 August 2020 |